ক্ষমা চাইতে বাধ্য হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট (ভিডিওসহ)

বক্তব্য দিচ্ছিলেন মাইক পেন্স। সেসময় কথা প্রসঙ্গে হাত ছড়িয়ে দিতে গিয়ে তা লেগে যায় এক ছোট্ট ছেলের নাকে। নাছোরবান্দা সেই শিশু, এরপর পাক্কা এক মিনিট পেন্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, ক্ষমা আদায় করে নিতে। ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউসের ন্যাশনাল মিলিটারি স্পাউস এপ্রেসিয়েশন ডে'র এক ইভেন্টে। সেখানে বক্তব্য দেয়ার সময় বেখেয়ালে উপস্থিত এক শিশু শ্রোতার নাকে হাত দিয়ে আঘাত করেন পেন্স। তারপর এর জন্য 'দুঃখিত' না বলেই বক্তব্য দিতে থাকেন তিনি। বিষয়টি আমলে নিতে চাননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু নাকে আঘাত পাওয়া পের-ও নাছোরবান্দা। তিনি নানাভাবে চেষ্টা করেন পেন্সের দৃষ্টি আকর্ষণের, এমনকি হাত দিয়ে তার পিঠে গুঁতো দেয়ার চিন্তা করে শেষ মুহূর্তে হাত সরিয়ে নেন। উদ্দেশ্য, তার কাছ থেকে ক্ষমা আদায় করে নেয়া। শেষমেষ অবশ্য হার মানেন পেন্স। পেরের দিকে ঘুরিয়ে দুঃখিত বলেন পেন্স। আর পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ভিডিও সাংবাদিক যা প্রকাশ হয়েছে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা পরে ভাইরাল হয়ে যায়।

No comments

Powered by Blogger.