প্রণবকেই ফের রাষ্ট্রপতি পদে চাইছেন মমতা

ভারতের রাষ্ট্রপতি পদে ফের প্রণব মুখার্জিকেই দেখতে চাইছেন পশ্চিমবেঙ্গর মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। রাষ্ট্রপতির ভোট নিয়ে তৎপরতার মধ্যে মমতা চাইছেন, বিজেপি প্রার্থী দিলেও প্রণববাবু সব বিরোধী দলের সর্বসম্মত প্রার্থী হন। সে ক্ষেত্রে এনডিএ ভেঙেও অনেক শরিক প্রণববাবুকেই ভোট দেবেন বলে মনে করছেন তৃণমূল নেত্রী। প্রণববাবু অবশ্য একটি শিবিরের প্রার্থী হতে ইচ্ছুক নন। বৃহস্পতিবার মমতার দলের সাংসদ সুখেন্দুশেখর রায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তৃণমূল সূত্রে খবর, প্রণবের মত হল, পাঁচ বছর রাষ্ট্রপতি থাকার পরে বিজেপি বনাম বিরোধী জোটের লড়াইয়ে না থাকাই বাঞ্ছনীয়। দিল্লিতে প্রণবের সঙ্গে বৈঠক করবেন মমতা। তিনি মনে করছেন, প্রণবের নাম এলে পাল্টা প্রার্থী দিতেও চাপের মধ্যে পড়ে যাবে বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ থেকে শুরু করে এনডিএ শরিক শিবসেনার শীর্ষ নেতারা পর্যন্ত জানিয়েছেন, প্রণবকে তারা সমর্থন করবেন। রাইসিনা হিলে পৌঁছতে অনেক নেতাই চেষ্টা করছেন। জাতীয়তাবাদী কংগ্রেস দলের সভাপতি শারদ পাওয়ার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে গিয়ে রাষ্ট্রপতি পদের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সোনিয়া শারদকে প্রার্থী করতে চান না।
রাহুলসহ বিরোধী দলের অনেকে মনে করেন, পাওয়ারের ভাবমূর্তি পরিচ্ছন্ন নয়। মমতা মঙ্গলবার সোনিয়ার সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতির ভোটের রণনীতি ঠিক করতে কেজরিওয়ালও এবার মমতার সঙ্গে দেখা করবেন। তৃণমূল নেত্রী চাইছেন, মোদি-বিরোধী লড়াই তীব্র করতে আপের পক্ষ থেকে কংগ্রেস বিরোধিতা লঘু করা উচিত। আনন্দবাজার পত্রিকা জানায়, রাষ্ট্রপতির ভোটকে সামনে রেখে ভারতে বিরোধীদের একজোট করার কাজ এগোচ্ছে। লালুপ্রসাদ রাষ্ট্রপতি নির্বাচনের পরেই জনসভা করছেন পাটনায়। যেখানে মমতা শুধু নন, থাকবেন রাহুল, নিতীশ কুমারও। নিতীশ বিজেপির দিকে এগোচ্ছেন বলেই এতদিন মনে করছিল বিরোধীরা। নিতীশ এখন বুঝছেন, বিজেপির খাতায় নাম না লিখিয়ে দর কষাকষির জায়গা রাখা ভালো। আর সিপিআই-এম নেতা সীতারাম ইয়েচুরি সোনিয়াকে বলেছেন, বিরোধীদের উচিত লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করে মোদি-বিরোধীদের ঐক্যবদ্ধ করা। নিতীশ যাতে বিজেপির দিকে পা না বাড়ান, সে জন্য তাকে ইউপিএ’র আহ্বায়ক করার কথা ভাবা হচ্ছে।

No comments

Powered by Blogger.