বালিয়াকান্দির কাঠ ব্যবসায়ী ঢাকা থেকে নিখোঁজ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামের কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান খাঁন ঢাকার মহাজনের নিকট টাকা আনতে গিয়ে ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। মতিয়ার রহমান খাঁন দীর্ঘ ৭ দিন নিখোঁজ থাকায় বাবা-মা ও মেয়ে চোঁখের পানি মুছে দিন কাটছে খেয়ে না খেয়ে। ছেলের খোঁজে দেশের বিভিন্ন স্থানে ঘুরছেন তার বাবা। মতিয়ার রহমান খাঁন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামের আব্দুল জব্বার খাঁনের ছেলে। মতিয়ারের মাতা মেহেরা খাতুন জানান, মতিয়ার গত মঙ্গবার সকালে ঢাকার মীরপুরে মহাজনের কাছে পাওনা টাকা আনার জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। ঢাকায় মহাজনের কাছে পৌছার পর সেখান থেকে টাকা নিয়ে বাড়ীর উদ্দেশে রওনা করে। তার পর থেকে মতিয়ারের মোবাইল বন্ধ আর কোন যোগাযোগ করতে পারছিনা। মতিয়ারের চার বছরের মেয়ে মিম বাবার খোঁজে পথ চেয়ে কান্না করছে আর মতিয়ারের স্ত্রী স্বামীর শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। মতিয়ারের বাবা আব্দুল জব্বার খানের সাথে মোবাইলে জানান, রবিবার ঢাকায় মহাজনের কাছে ছেলের খোঁজে বাড়ী থেকে বেড়িয়েছেন। বালিয়াকান্দি থানায় নিখোঁজ জিডি করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা যেখান থেকে নিখোঁজ হয়েছে সেই থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন। নবাবপুর ইউপি সদস্য কাবিল হোসেন জানান, মতিয়ার খান ও তার পিতা জব্বার খান ঢাকায় প্রতি সপ্তাহে ২-৩ গাড়ী কাঠ পাঠায়। সেই টাকা আনার জন্য মতিয়ার ঢাকায় যায়। সেখান থেকে ৬০ হাজার টাকা নিয়ে আর বাড়ী ফিরে আসেনি।

No comments

Powered by Blogger.