বর্ষসেরা ডি কক- ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কুইনটন ডি কক। এছাড়াও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অ্যাওয়ার্ড নাইটে তিনি আরো চারটি বিভাগে সেরা মনোনীত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার। এছাড়া সমর্থক ও খেলোয়াড়দের বিচারেও তিনি সেরা হিসেবে নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন। ২০১৬ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের এই রাতে ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ছিলেন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে। গত বছর দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে সিরিজ জয়ে ডি ককের অবদান ছিল সর্বাগ্রে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ানে মৌসুমের প্রথম ওয়ানডেতে ডি কক ১৭৮ রানের দুর্দান্ত ইনিংস দিয়ে মৌসুম শুরু করেছিলেন। এরপর ৫০ ওভারের ফর্মেটে তিনি নিজের ফর্ম ধরে রেখে দুটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি তুলে নেন।
টেস্ট ফর্মেটেও তিনি দুটি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে একটি ছিল হোবার্টে। তার ১০৯ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা সিরিজ জয় করেছিল। ব্যাটিং ছাড়াও উইকেটের পিছনেও নিজেকে ভালোভাবেই প্রমাণ করেছেন ডি কক। এ সম্পর্কে সিএসএ প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, সত্যিই অসাধারণ, সারা বছর কুইনটন যা করেছে তা অবিশ্বাস্য। পারফরমেন্স দিয়ে সে প্রমাণ করেছেন সব ধরনের ক্রিকেটে সে কতটা পরিনত। এটা দক্ষিণ আফ্রিকার জন্য অত্যন্ত উজ্জীবিত একটি বিষয় হলো, এই নিয়ে দ্বিতীয়বারের মত বর্ষসেরা সবগুলো পুরস্কার তরুণরা জয় করে নিল। এদিকে টানা দ্বিতীয়বারের মত বর্ষসেরা টি২০ খেলোয়াড় মনোনীত হয়েছে ইমরান তাহির।

No comments

Powered by Blogger.