মধুপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষা শেষ করা লিটন (১৮) নামের  এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১১টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে ওইদিন বেলা সোয়া দুইটার দিকে মধুপুর পৌর শহরের চাড়ালজানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত হন। এ ঘটনায় মোটর সাইকেলারোহী বান্ধবী রিমা(১৭) নামের একজন তরুণী গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ধনবাড়ী উপজেলার মোমিনপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে নিহত লিটন উখারিয়াবাড়ী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আহত রিমা একই উপজেলার পাইস্কা গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে দ্রুতবেগে ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কে মধুপুরগামী মোটরসাইকেল ( ঢাকা মেট্রো-হ-২৯-১৪৪০)ঘটনাস্থলে আসলে বিপরীতগামী এক ট্রাকের সঙ্গে মুখোমুখি হয়ে দুর্ঘটনায় পতিত হয়। তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। লিটনের চাচা জাহাঙ্গীর যুগান্তরকে বলেন, পরীক্ষা শেষে হয়ত বন্ধুদের নিয়ে মধুপুর বেড়াতে গিয়ে ছিলেন লিটন। সেখানে গিয়ে নির্মম দুর্ঘটনায় পতিত হয়ে এ পরিণতি। এদিকে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না বলে  জানিয়েছেন।

No comments

Powered by Blogger.