সংঘাত ও সন্ত্রাস মোকাবেলায় বৈঠকে বসছেন আবর নেতারা

আরব নেতারা বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে বুধবার জর্ডানে মিলিত হচ্ছেন। তবে তাদের বৈঠক থেকে এ অঞ্চলের সংঘাত বা সন্ত্রাস মোকাবেলায় বড় ধরনের তেমন কোন অগ্রগতির আশা করা হচ্ছে না। ডেড সী উপকূলের সইমেহতে গ্রিনিচ মান সময় ০৯০০টা থেকে তাদের এ বৈঠক শুরু হতে যাচ্ছে। এতে যোগ দিতে যাওয়া আরব লীগের ২২ নেতার মধ্যে সৌদি আরবের বাদশাহ সালমান রয়েছেন। জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস এবং সিরিয়া বিষয়ক তার বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরা সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জর্ডানের তথ্যমন্ত্রী জানান, সম্মেলনে সিরিয়া, ইরাক ও ইয়েমেন যুদ্ধ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে নেতাদের আলোচনা করার কথা রয়েছে। আল-কুদস সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজের প্রধান ওরাইব আল-রান্টাবি বলেন, ‘আমি মনে করি না এ সম্মেলন আগের আরব সম্মেলনগুলো থেকে আলাদা কিছু হবে।’ তিনি বলেন, বছরের পর বছর ধরে নানা বিরোধের কারণে আরব অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়েছে এবং অনেক বিভক্তি দেখা দিয়েছে।

No comments

Powered by Blogger.