সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের খাদ্য বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা। বুধবার উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর মাঝাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের ১শ’ জনকে বসিয়ে ভাত ও মাংস খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা গওহর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি খয়রাত হোসেন বসুনিয়া, ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আছির উদ্দিন ও সেক্রেটারী আবু সাঈদ বসুনিয়াসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অতি সম্প্রতি রান্নাঘরের আগুন থেকে অগ্নিকান্ডে ওই এলাকার ৫টি পরিবারের ১৫টি ঘর, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়। পরিবারের ফাতেমা আজাদি নামে সৈয়দপুর কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্রীর বইখাতা, পরীক্ষার কাগজপত্রসহ সার্টিফিকেট পুড়ে যায়। সরকারিভাবে পরিবারগুলো সেভাবে সাহায্য পায়নি। এই অসহায় অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুরে নেতৃবৃন্দ এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেন। ব্যতিক্রমী খাদ্য সহায়তা দিয়ে প্রকৃত অর্থে সহায়তার হাত বাড়িয়ে দেন- মন্তব্য এলাকাবাসীর।

No comments

Powered by Blogger.