মৌলভীবাজারের দুই আস্তানায় ৬-৭ জঙ্গি: স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে ঘিরে রাখা দুটি জঙ্গি আস্তানায় মোট ৬-৭ জন জঙ্গি সদস্য থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি মৌলভীবাজার শহরের আস্তানাটিতে তিন-চারজন এবং নাসিরপুরের আস্তানায় আরও দু'চারজন বেশি জঙ্গি থাকতে পারে। এদের মধ্যে নারী সদস্যও থাকতে পারেন দু'একজন। মৌলভীবাজারের আস্তানা দুটিতে বড় জঙ্গি নেতাদের কেউ আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বড় কেউ সেখানে থাকলেও থাকতে পারে। এটা এখনই বলা যাচ্ছে না।
নিশ্চিত হয়ে বলতে পারবো। আসাদুজ্জামান খান কামাল জানান, পুলিশের বিশেষ ইউনিট সোয়াট বাহিনী রওনা হয়েছে। তারা সেখানে গেলেই কাজ শুরু করবে। আপাতত সেনাবাহিনী সেখানে পাঠানো হচ্ছে না, তবে প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার ভোর রাতে মৌলভীবাজারে পৃথক দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এর একটি পৌরসভার বড়হাট এলাকার দ্বিতল বাড়িতে, অন্যটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার একতলা বাড়িতে। এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দুটি বাড়িই ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। এসময় দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর কয়েকটি গ্রেনেড ও গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।

No comments

Powered by Blogger.