অদম্য ষাঁড়ের সামনেই থাকছে ‘নির্ভীক বালিকা’

ষাঁড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা একটি শিশু বালিকার ভাস্কর্য আগামী মার্চ পর্যন্ত রেখে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে লিঙ্গবৈষম্য এবং কর্পোরেট বিশ্বের বেতনবৈষম্যের বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। তার পর থেকে ব্রোঞ্জের এই ভাস্কর্যটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কার্যত এটি ওয়াল স্ট্রিটের প্রতীকে পরিণত হয়েছে। খবর বিবিসির। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট এজেন্সিগুলোও এ সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে জানিয়েছেন মেয়র বিল দ্য ব্লাসিও।
নির্ভীক বালিকার এই ভাস্কর্যটি তাৎক্ষণিকভাবে পর্যটকদের আকৃষ্ট করেছিল। অনেকেই এটি দেখতে এসেছেন, সঙ্গে ছবি তুলেছেন। রোববার এই ভাস্কর্যটি সরিয়ে নেয়ার কথা ছিল। সোমবার চার ফুট উচ্চতার ওই ভাস্কর্যটির পাশে দাঁড়িয়ে ব্ল্যাসিও বলেন, ‘নিউইয়র্কের লোকজনের কাছে অর্থপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। এই ভাস্কর্যটি ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো, ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো, যা কিছু সঠিক তার সপক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে উঠেছে।’ ক্ষ্যাপা ষাঁড়ের ভাস্কর্যটি তৈরি করেছেন ইতালিতে জন্ম নেয়া শিল্পী আর্তুরো দি মোদিকা। ১৯৮৯ সালে স্থাপন করা ব্রোঞ্জের এই ভাস্কর্যটি ১৯৮৭ সালে পুঁজিবাজার ধসে পড়ার প্রতিক্রিয়ায় ‘মার্কিন জনগণের শক্তি ও ক্ষমতার’ প্রতিনিধিত্ব করেছিল। কিন্তু জনপ্রিয় স্থাপনায় পরিণত হওয়ায় এটি রেখে দেয়া হয়।

No comments

Powered by Blogger.