সিলেটের জঙ্গি আস্তানা সন্ত্রাসের আধুনিক রূপ

সিলেটের জঙ্গি আস্তানাকে সন্ত্রাসের আধুনিক রূপ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। তবে কোনোভাবেই এগুলোকে বাড়তে দেয়া হবে না বলেও দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন তিনি। আইনমন্ত্রী আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদকে বাংলাদেশ সমর্থন করে না। তাই তারা যত আধুনিকভাবেই আসুক না কেনো, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এখন আইন মন্ত্রণালয়ের কাজ শেষে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি তার যে কাজ সেটা তিনি করবেন। রাষ্ট্রপতি সব কিছুই গভীরভাবে অনুধাবন করেন। তিনি সেটা শেষ করলে তারপর জেলকোড অনুসারে রায় যেভাবে কার্যকর করার সেইভাবে করা হবে।’ মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে অধস্তন আদালতের ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণ প্রদানে আইন ও বিচার বিভাগের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণসংক্রান্ত বিধিমালা রাষ্ট্রপতির দেখা শেষ হলেই তা গেজেট আকারে প্রকাশ করা। গেজেট প্রকাশে মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট থেকে এক সপ্তাহ সময় পাওয়ার পর দুপুরে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। জবাবে আইনমন্ত্রী আরও বলেন,
‘আমার মনে হয় না বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে। কন্ডাক্ট রুলসের (আচরণবিধি) ব্যাপারে দু’পক্ষেরই বক্তব্য ছিল, সেটা থাকা স্বাভাবিক। সেই বক্তব্যগুলো যাতে সুষ্ঠুভাবে নিরসন হয় সেই চেষ্টা করা হয়েছে। সেইভাবে এটা নিরসন হচ্ছে। রাষ্ট্রপতির কাছে সেটা রয়েছে, তিনি এটা দেখতে চেয়েছেন, তিনি যে মুহূর্তে দেখা শেষ করে আমাদের কাছে দিয়ে দেবেন, সেই মুহূর্তেই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।’ সমঝোতা স্মারকে আইন ও বিচার বিভাগের পক্ষে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে এর ভিসি অধ্যাপক বার্নি গ্লোবার স্বাক্ষর করেন।‘ আদালতব্যবস্থা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ ও বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার সেলী আনে ভিনসেন্ট।

No comments

Powered by Blogger.