রাজনীতি ছেড়ে আলুর ব্যবসায় সাবেক ছাত্রনেতা

একসময়ের দাপুটে ছাত্রনেতা। কিন্তু এখন পুরোদস্তুর আলু-পেয়াজের ব্যবসায়ী। আবারো ফিরছেন রাজনীতিতে? এমন প্রশ্নের জবাবে একগাল হেসে তিনি বললেন, ‘আলু বেচে দিনে ১০০ টাকা উপার্জন করলেও শান্তি। দুর্নীতির ছোঁয়া নেই সেই টাকায়।’ এই সাবেক ছাত্র নেতার নাম বিনোদ ভগৎ। তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম রাজনৈতিক সংগঠন ‘ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন’-এর (আজসু) প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন। পৃথক রাজ্যের আন্দোলনে তিনিও ছিলেন পুরোধা। কয়েক দশক আগেও তার জনসভায় হাজার হাজার মানুষ ভিড় জমাতো। তার ডাকা হরতাল-অবরোধে স্তব্ধ হতো গোটা রাজ্য। এখন রাঁচীর মোরাবাদি ময়দানের লাগোয়া বাজারে আলু পেয়াজের ব্যবসা করেন। দোকানে তার ছবি দেখে প্রথমে চিনতে পারেননি পুরনো দিনের রাজনৈতিক সহযোদ্ধারা। অবাক তার বন্ধু তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরাণ্ডিও।
কেন ছাড়লেন রাজনীতির পথ? একরাশ ক্ষোভ নিয়ে বললেন বিনোদ ‘নেতা-মন্ত্রীরা গাড়ি হাঁকিয়ে ঘুরছেন। প্রান্তিক, গরিব আদিবাসীরা যেমন আগে ছিলেন, তেমনই রয়ে গেলেন। চারপাশে দুর্নীতি। এমন রাজ্যের স্বপ্ন তো আমি দেখিনি।’ নিজের অবস্থান প্রসঙ্গে বলেন, ‘যে গরিব মানুষগুলোর জন্য যৌবনে আন্দোলন করেছি, এখনও তাদের পাশে থাকার চেষ্টা করি। সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই। চেয়ারে বসলে হয়তো এ সব করতে পারতাম না।’ আবার রাজনীতিতে ফিরছেন কিনা? ‘আমি এতেই খুশি’ — আগপিছ না ভেবেই বিনোদের জবাব। এতো কথা বলার সময় কোথায় তার? দোকানে যে ক্রেতার ভিড় জমে গেছে।  সূত্র: আনন্দবাজার।

No comments

Powered by Blogger.