এবার জিজ্ঞাসাবাদের মুখে ট্রাম্প-জামাতা কুশনার

রুশ সংশ্লিষ্টতার অভিযোগের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনারের নাম এসেছে আগেই। এবার এ অভিযোগে কুশনারকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিনেট ইন্টেলিজেন্স কমিটি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এ তথ্য নিশ্চিত করেছেন। কিসলিয়াকের সঙ্গে কুশনারের ওই বৈঠক ট্রাম্পের জামাতার অনুরোধে হয়েছিল এবং সেখানে কুশনার উপস্থিত ছিলেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম বৈঠকের পর কিসলিয়াকের অনুরোধে কুশনার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভেনশেকোনোম ব্যাংকের প্রধান সের্গেই এন গোরকোভের সঙ্গে আরেকটি বেঠকও করেন।
ট্রাম্পের জনপ্রিয়তায় আরও ধস : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় আরেক ধাপ ধস নেমেছে। বর্তমানে তার জনসমর্থন দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। সপ্তাহখানেক আগে মার্কিন ইতিহাসের ৭০ বছরের মধ্যে সর্বনিন্ম রেটিং নিয়ে ৩৭ শতাংশে অবস্থান করছিলেন তিনি। কংগ্রেসে ওবামাকেয়ার বাতিলে ব্যর্থ হওয়ার পর জনপ্রিয়তা আরও হ্রাস পায়। খবর ইনডিপেনডেন্টের। জরিপ সংস্থা গ্যালাপ ২৪ থেকে ২৬ মার্চ নতুন জরিপ পরিচালনা করে। টেলিফোনে ১৫০০ মার্কিন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি জরিপে দেখা যায়, মাত্র ৩৬ শতাংশ ভোটার ট্রাম্পের নীতি ও কর্মকে অনুমোদন করেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মাত্র দুই মাস পর ট্রাম্পের জনপ্রিয়তা ৪৫ শতাংশ থেকে নেমে ৩৬ শতাংশ এসে ঠেকেছে।

No comments

Powered by Blogger.