সৌদি আরবে নিক্ষেপের জন্য নতুন ক্ষেপণাস্ত্র

ইরান-সমর্থিত ইয়েমিনি গ্রুপ মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাহহার এম২ তৈরি করেছে বলে ঘোষণা করেছে। তারা জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজন সাড়ে তিন শ’ কিলোগ্রাম এবং পাল্লা ৪০০ কিলোমিটার। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে কাহহারের উন্মোচন করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সামরিক স্থাপনায় লক্ষ্য করে তিন দফা পরীক্ষামূলক হামলার পর কাহহার এম২ তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো। এ দিকে, ইরান-সমর্থিত ইয়েমেনি স্নাইপারদের গুলিতে তিন সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের নাজরান অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানান হয়েছে। রিয়াদের অব্যাহত আগ্রাসনের জবাবে সৌদি লক্ষবস্তুতে হামলা করছে ওই বাহিনী।
সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.