মিশরে প্রাচীন রাজার বিশাল মূর্তি আবিষ্কার

মিশরের প্রত্নতাত্ত্বিকরা নীল নদের তলদেশ থেকে ৩০০০ বছরের পুরনো একটি মূর্তি উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে এটি মিশরের একজন রাজা বা ফেরো দ্বিতীয় র‍্যামসেসের মূর্তির দেহের অংশ।
মূর্তির মাথাটি গত সপ্তাহে একই জায়াগায় খুঁজে পাওয়া যায়। রাজধানী কায়রোর কাছে প্রাচীন মিশরের রাজধানী হেলিওপোলিসের ধ্বংসাবশেষের জায়গায় এই মূর্তিটি খুঁজে পাওয়া যায়। ফেরো দ্বিতীয় র‍্যামসেস মোট ৬০ বছর রাজত্ব করেছিলেন। সে সময় মিশরের নামডাক ছড়িয়ে পড়ে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, যদি প্রমাণিত হয় যে এটি রাজার আসল মূর্তি তবে তা হবে এক বিরাট ঘটনা। সূত্র: বিবিসি

No comments

Powered by Blogger.