হোসনি মোবারক এখন মুক্ত

মিসরের একজন প্রসিকিউটর দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে মুক্ত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এর মধ্য দিয়ে ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কয়েকশ’ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে পুরোপুরি রেহাই পেয়ে গেলেন মোবারক। আইনজীবী ফরিদ আল দিব বলেন, ডাক্তার তাকে সুস্থ হিসেবে ঘোষণা করলেই তিনি এখন বাড়িতে যেতে পারবেন।
চলতি মাসের প্রথম দিকে তাকে গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়া হয়। ২০১১ সালের জানুয়ারিতে শুরু হওয়া ১৮ দিনের বিক্ষোভের পর ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন মোবারক। তার নির্দেশে ২৩৯ বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন বলে আদালতে প্রমাণিত হয়। বর্তমানে তিনি মিসরের একটি সামরিক হাসপাতালে আটকাবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এএফপি

No comments

Powered by Blogger.