পাবনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার গ্রেফতার

পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত জেএমবি পাবনা ও মেহেরেপুর জেলার আঞ্চলিক কমান্ডার মুস্তাফিজুর রহমান শাহিনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পাবনা শহরের কাচারিপাড়ার সাহারা ক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। শাহিন পাবনা পৌর এলাকার এনব্যাংমেন্ট রোডের (টিএন্ডটি মহল্লার) এডভোকেট গোলাম মহিউদ্দিনের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহিন জেএমবি সদস্যদের নিয়ে কাচারিপাড়ার সাহারা ক্লাব এলাকায় গোপনে বৈঠক করছে। এরপর ভোর রাত পৌণে ৪ টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওসি জানান, শাহিন পুলিশ হেড কোয়ার্টারের তালিকার ৩ নং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে।
সে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় মেহেরপুর জেলার অন্যতম আসামি ছিল। ওই মামলায় সে ৩ বছর ৩ মাস সাজা ভোগ করে বের হয়ে আসেন। এরপর তিনি আবার নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। বর্তমানে সে পাবনা ও মেহেরপুর জেলার জেএমবির আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করছে। পাবনা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে বলে দাবি করেন পাবনা থানার ওসি।

No comments

Powered by Blogger.