দ. কোরিয়ায় ড্রোন মোতায়েন করছে আমেরিকা

দক্ষিণ কোরিয়ায় হামলায় ব্যবহারের উপযোগী ড্রোন মোতায়েন শুরু করেছে আমেরিকা। মার্কিন সামরিক মুখপাত্র সোমবার এ কথা জানিয়েছেন। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা দেয়া হলো। গ্রে ইগল আনম্যানড অ্যারিয়াল সিস্টেম নামের এ ড্রোন সীমান্ত পরিকল্পনার আওতায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হচ্ছে। বৃহত্তর এ পরিকল্পনা আওতায় মার্কিন সেনাবাহিনীর প্রতি ডিভিশনের সাথে এক কোম্পানি করে হামলায় ব্যবহারের উপযোগী ড্রোন মোতায়েন করা হবে।
কোরিয়ায় অবস্থিত মার্কিন বাহিনীর গোয়েন্দা, নজরদারি এবং টহল সক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়াচ্ছে আমেরিকা। কোরিয়া উপদ্বীপে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র এ কথা জানান। অবশ্য এ সব ড্রোন কবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে সে বিষয়ে কিছু বলেননি এ মুখপাত্র। দূর নিয়ন্ত্রিত ড্রোন গ্রে ইগলকে তৈরি করেছে মার্কিনভিত্তিক কোম্পানি জেনারেল অ্যাটোমিক্স। প্রিডেটর ড্রোনের উন্নত সংস্করণ গ্রে ইগল চারটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হেলফায়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।

No comments

Powered by Blogger.