রাজধানীতে মোটর প্রদর্শনী শুরু ২৩ মার্চ

রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ২৩ মার্চ শুরু হচ্ছে ৩ দিনব্যাপী মোটর প্রদর্শনী। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ৮টি দেশের গাড়ি নির্মাতা কোম্পানির এ দেশের এজেন্ট, মোটরসাইকেল আমদানিকারক প্রতিষ্ঠান ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। জাতীয় প্রেস ক্লাবে সোমবার মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম। উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা নাঈম শরীফ প্রমুখ। সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের দ্রুত প্রসারমান অটোমেটিভ ও অটো-কম্পোনেন্ট খাতকে বেগবান করতে মেলার আয়োজন করা হচ্ছে। এবার ৪টি প্রদর্শনী একসঙ্গে আয়োজন করা হচ্ছে।
এক ছাদের নিচে দর্শনার্থীরা ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, গাড়ির যন্ত্রাংশ ও বাণিজ্যিক যানবাহন সম্পর্কে ধারণা নিতে পারবেন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৮টি দেশের ১৮০টি প্রতিষ্ঠান ৩৬০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। সব শ্রেণী-পেশার মানুষের জন্য মেলা উন্মুক্ত থাকবে। সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশ গাড়ি আমদানির ওপর নির্ভরশীল। প্রগতি সংযোজন করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ক্রেতা-দর্শনার্থীদের সর্বশেষ মডেলের গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর সেমস মেলার আয়োজন করে থাকে।

No comments

Powered by Blogger.