ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হবে : মেনন

বেসামরিক বিমান পরিহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে তবুও বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না’ বিএনপি’র এক নেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কিন্তু তারা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নির্বাচন তাদের জন্য থেমে থাকবে না। আজ সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, বিএনপি একইসাথে আগামী নির্বাচনে অংশ গ্রহণ এবং নির্বাচনকে বিতর্কিত করার প্রস্তুতি নিয়েছে। বিএনপি নির্বাচনী ইস্তেহার, প্রার্থী বাছাই,
বের হয়ে যাওয়াদের দলে নিয়ে আসাসহ সকল প্রস্তুতি গ্রহণ করছে। মেনন বলেন, ‘বিএনপি যেমন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে আবার তেমনি নির্বাচনকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র করছে।’ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে বিএনপি মতামত দিয়েছে এবং সার্চ কমিটিতে নাম পাঠিয়েছে। আবার এখন বলছে এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ২০১৮ সালের ডিসেম্বরে যে নির্বাচন হবে তা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের দলগুলো জয়লাভ করলে জঙ্গীবাদকে মোকাবেলা করে অসাংবিধানিকভাবে ক্ষমতা পরিবর্তন রোধ করা সম্ভব হবে।
সূত্র : বাসস

No comments

Powered by Blogger.