সিরিয়ায় ছয় বছরের যুদ্ধে নিহত ৫ লাখ

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ছয় বছরের গৃহযুদ্ধে প্রায় চার লাখ ৬৫ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। সোমবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, ছয় বছর আগে কোনো এক বুধবার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধ শুরু হয়েছিল।
মানবাধিকার সংস্থাটি জানায়, যুদ্ধের শুরু থেকেই তারা নিহতদের তথ্য সংগ্রহ করছিল। এ পর্যন্ত তারা দিন লাখ ২১ হাজার মানুষ নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছে। একই সঙ্গে আরও এক লাখ ৪৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। অবজারভেটরি জানায়, নিহতদের মধ্যে ৯৬ হাজার বেসামরিক নাগরিক রয়েছেন। সিরীয় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হামলায় মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৫০০ বেসামরিক নাগরিকের।

No comments

Powered by Blogger.