তুষার ঝড়ে নিউ ইয়র্কে জরুরি অবস্থা

প্রবল তুষার ঝড়ের কারণে সোমবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে নিউ ইয়র্কে ১৭ ইঞ্চি পরিমাণ তুষারপাত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় গভর্নর অ্যান্ড্রু কুমু নিউ ইয়র্কের ৬২টি কাউন্টির জন্য জরুরি অবস্থা জারি করেন।
জরুরি অবস্থার সময় অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় সরকারি কর্মচারীদের বাড়িতে অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে নিউ ইয়র্কের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রুতগামী পাতাল রেল সেবাও বন্ধ রাখা হয়েছে। এদিকে শেষ শীতের তুষারপাত মোকাবেলার জন্য উত্তর-পূর্ব রাজ্যের মানুষ প্রস্তুতি নিয়েছে।

No comments

Powered by Blogger.