বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে: প্রধান বিচারপতি

বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে, এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। মঙ্গলবার মাসদার হোসেন মামলার শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এসময় অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালার গেজেট প্রকাশে আরো দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। এর আগে ২৭ ফেব্রুয়ারি অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালার গেজেট আগামী ১৪ মার্চের মধ্যে প্রকাশের নির্দেশ দেন আপিল বিভাগ। কিন্তু ওই সময়ের মধ্যে গেজেট প্রকাশ হয়নি। জানা যায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়। ওই রায়ের ৭ম দফায় অধঃস্তন আদালতের বিচারকদের শৃংখলা বিধানের জন্য আলাদা শৃংখলাবিধি প্রণয়নের নির্দেশনা ছিল। কিন্তু সেটি আজও প্রণয়ন হয়নি। এ অবস্থায় আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃংখলাবিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। গত বছরের ২৮ আগস্ট এ বিষয়ে শুনানিকালে আপিল বিভাগ বলেন,
একটি খসড়া ডিসিপ্লিনারি রুলস তারা (সরকার) দাখিল করেছে। এটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি। এখন আমরা কমিটি করে একটি রুলস তৈরি করে দিয়েছি। এটির আলোকে শৃংখলাবিধি তৈরি করে গত বছরের ৬ নভেম্বর আপিল বিভাগকে জানাতে সরকারের প্রতি নির্দেশনা ছিল। কিন্তু ওই শৃংখলাবিধির গেজেট জারি না হওয়ায় আপিল বিভাগ ক্ষোভ প্রকাশ করেন। এরপর রাষ্ট্রপক্ষ বেশ কয়েকবার আবেদন করে গেজেট প্রকাশের সময় বাড়িয়ে নিয়েছে। আপিল বিভাগ তাদের ১৪ মার্চ পর্যন্ত সময় দেয়। তাতেও গেজেট প্রকাশ না করতে পারায় আজ আরো দুই সপ্তাহের সময় দিল এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।

No comments

Powered by Blogger.