বিচারপতি সুলতান হোসেন খান আর নেই

সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি ও দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান সুলতান হোসেন খান (৯০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  সুলতান হোসেন ১৯২৫ সালে ঝালকাঠি জেলার রাজাপুরে জন্মগ্রহণ করেন। তিনি দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান ছাড়াও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ছেলে-মেয়েদের কয়েকজন দেশের বাইরে আছেন। তারা দেশে ফিরলে সুলতান হোসেনের লাশ দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে বিচারপতি সুলতান হোসেন খানের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল এক শোকবাণীতে তিনি বলেন, মরহুম সুলতান হোসেন খান বাংলাদেশের বিচারাঙ্গনে একজন প্রাজ্ঞ  বিচারক হিসেবে সুবিদিত ছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা ও মান উন্নয়নে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের দুর্নীতি দমন  কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে দুর্নীতি দমনে তার পদক্ষেপ স্বাধীন দুর্নীতি দমন কমিশনের ভিত্তিকে একটি মর্যাদাদায়ক জায়গায় উপনীত করতে প্রয়াস নিয়েছিলেন। জাতি তার কর্মজীবনের ভূমিকা ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিএনপি চেয়ারপারসন মরহুম সুলতান হোসেন খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

No comments

Powered by Blogger.