মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ৫.৪৬০ কোটি টাকা ঘুষ!

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ৭০ কোটি ডলার (৫.৪৬০ কোটি টাকা) ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। ঋণে জর্জরিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি, ব্যাংক ও সরকারি সংস্থাগুলোর মাধ্যমে এসব অর্থ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তার কার্যালয় থেকে এ ঘটনাকে রাজনৈতিক স্যাবোটাজ চেষ্টার অংশ বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, নাজিবের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৫ দফায় ৭০ কোটি ডলার জমা হয়েছে। এর মধ্যে দুই দফায় সবচেয়ে বড় অংকের লেনদেন হয়েছে। ২০১৩ সালের মার্চে নির্বাচনী প্রচারণা চলাকালে প্রথম দফায় ৬২ কোটি এবং দ্বিতীয় দফায় ৬ কোটি ১০ লাখ ডলার জমা করা হয়েছে। এসব অর্থ ঋণভারে জর্জরিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি, ব্যাংক ও সরকারি সংস্থাগুলোর মাধ্যম হয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়েছে।

No comments

Powered by Blogger.