খাদিজা, শামিমা আমিরাও সিরিয়ায়

এবার সন্ত্রাসী সংগঠন দায়েশের দুই জঙ্গিকে বিয়ে করেছে দুই বৃটিশ টিনেজ বালিকা। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমিতে পড়াশোনা করতো খাদিজা সুলতানা (১৬) ও শামিমা বেগম (১৫) ও আমিরা আব্বাস নামের তিন বান্ধবী। গত ফেব্রুয়ারিতে তারা একসঙ্গে লন্ডন ছেড়ে ওড়াল দেয় তুরস্কে। সেখানকার ইস্তানবুল থেকে তারা সীমান্ত অতিক্রম করে প্রবেশ করে সিরিয়ায়। গতকাল তাদের পারিবারিক আইনজীবী বলেছেন, সিরিয়ায় গিয়ে তাদের দুজন বিয়ে করেছে দায়েশ যোদ্ধাদের। তিন বান্ধবীর মধ্যে দুজনের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ রয়েছে। তারা পরিবারকে জানিয়েছে, দায়েশের প্রতি অনুগত ও সিরিয়ার রাকা শহরে বসবাসকারী দুই ব্যক্তিকে তারা বিয়ে করেছে। তবে তিন বান্ধবীর মধ্যে কোন দুজন বিয়ে করেছে তা শনাক্ত করা যায় নি। গতকাল এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। পরিবারগুলোর পক্ষে প্রতিনিধিত্ব করছেন তাসনিম আখুঞ্জে। তিনি বলেছেন, এ খবরে এক বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন তারা। ওই বালিকারা যে বৃটেনে ফিরে আসবে সে আশা আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে। খবরে বলা হয়েছে, যে দুই টিনেজ বিয়ে করেছে তাদের যুবকদের একটি ক্যাটালগ দেয়া হয়েছিল। সেখান থেকে তারা ২০ বছর পেরুনো বর খুঁজে নিয়েছে। ধারণা করা হচ্ছে, দু-এক মাস আগে তাদের এক সহপাঠী সিরিয়া গেছে। তারা সেই পথ অনুসরণ করেছে। একই স্কুলে অধ্যয়নরত এ চারটি টিনেজ মেয়ে সিরিয়া যেতে পারে এমন আশঙ্কায় আদালত থেকে বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে তাদের পরিবারকে এমন ঝুঁকির কথা জানানো হয় নি বলে পুলিশকে দোষারোপ করছে তারা। স্কটল্যান্ড ইয়ার্ড বিশ্বাস করে প্রায় ৬০০ বৃটিশ নাগরিক সিরিয়া ও ইরাকে গেছে দায়েশ বা আইএসে যোগ দিতে।

No comments

Powered by Blogger.