এনআইডি সংশোধনে গুনতে হবে টাকা

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন, নবায়ন, তথ্য যাচাই-বাছাই এবং হারানো কার্ড উত্তোলনে ফি নির্ধারণের সিদ্ধান্ত সহসাই কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নথিতে কমিশন অনুমোদন দিয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা বাস্তবায়ন শুরু হবে। এর আগে সংশ্লিষ্ট সেবা পেতে সেবা গ্রহীতার কোন ফি লাগতো না। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, এনআইডির গুরুত্ব সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘ফি’ নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দীর্ঘদিন এ বিষয়ে পর্যালোচনার পর তা কার্যকর করার  জন্য কমিশন অনুমোদন করেছে। এখন প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে তা বাস্তবায়ন শুরু হবে। এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, প্রজ্ঞাপন দুটি জারির পর থেকে সরকারি সংস্থা ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে নাগরিক তথ্য যাচাই বা তথ্য-উপাত্ত পেতে ইসিকে ফি দিতে হবে। তবে ব্যক্তি পর্যায়ে এটা কার্যকর হবে আগামী ১লা সেপ্টেম্বর থেকে। নতুন এ নিয়ম বাস্তবায়নের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা ২০১৪-এর বিধি ৮ এবং জাতীয় পরিচয় ও সংরক্ষিত তথ্য-উপাত্ত (সংশোধন যাচাই এবং সরবরাহ) প্রবিধানমালা ২০১৪-এর ১২ ধারা কার্যকর করছে নির্বাচন কমিশন। সূত্র জানায়, এটা কার্যকর হওয়ার পর পরিচয়পত্র বাহকদের কিছু সীমিত তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন কিছু ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান। এর আগে ওই সংস্থাকে এনআইডি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে। এর পর শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন তারা। নথির তথ্য অনুযায়ী, এক্ষেত্রে এককালীন নিবন্ধন চার্জ হিসাবে ৫ লাখ টাকা, প্রথম ৭০টি সাব ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব ইউজারের জন্য ২ হাজার টাকা পরিশোধ করতে হবে। এছাড়া একই ব্যক্তির তথ্য যতবার যাচাই করবেন ততবারই ২ টাকা হারে চার্জ পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে মোবাইল অপারেটর, ব্যাংকসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এ সুযোগ গ্রহণ করতে পারবেন।
অপরদিকে সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষকে তথ্য-উপাত্ত সরবরাহের ক্ষেত্রেও এককালীন সার্ভিস চার্জ ৫ লাখ টাকা দিতে হবে। বার্ষিক সেবা চার্জ বা বার্ষিক সেবা নবায়ন চার্জ ১ লাখ টাকা এবং প্রতিটি তথ্য-উপাত্ত প্রতিবার সরবরাহের জন্য ১ টাকা হারে সরবরাহ চার্জ দিতে হবে। এ ছাড়া বর্তমানে এনআইডির ভুল সংশোধন, হারানো কার্ড উত্তোলন এবং নবায়নের ক্ষেত্রে কোন ফি লাগে না। বিদ্যমান আইনটি কার্যকর পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা আগস্ট মাস পর্যন্ত বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারবেন। তবে সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ব্যক্তি পর্যায়ে ফি পরিশোধের মাধ্যমে এনআইডির সেবা পেতে হবে। দেখা গেছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রথম বার আবেদনে ২০০ টাকা, দ্বিতীয় বার আবেদনে ৩০০ টাকা ও পরবর্তী যে কোন বার আবেদনে ৪০০ টাকা, তথ্য-উপাত্ত সংশোধনে প্রথম বার আবেদনে ১০০ টাকা, দ্বিতীয় বার আবেদনে ২০০ টাকা ও তৃতীয়বার আবেদনে ৩০০ টাকা পরিশোধ করতে হবে। ব্যক্তি কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সঠিকতা যাচাইয়ের আবেদনের ক্ষেত্রে ১০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে ১০০ টাকা ও জরুরিভিত্তিতে নবায়নে ১৫০ টাকা, হারানো বা নষ্ট হওয়ার কারণে আরেকটি কার্ড তুলতে প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা ও জরুরি আবেদনে ৩০০ টাকা, দ্বিতীয়বার সাধারণ আবেদনে ৩০০ টাকা ও জরুরি আবেদনে ৫০০ টাকা এবং পরবর্তী যে কোন সাধারণ আবেদনে ৫০০ টাকা ও জরুরি আবেদনে ১ হাজার টাকা ফি দিতে হবে।

No comments

Powered by Blogger.