অস্থিতিশীল ইয়েমেনে ১০ সপ্তাহে নিহত ২৭৯ শিশু, আহত ৪০২

ইয়েমেনে গত ২৬শে মার্চ থেকে শুরু হওয়া সহিংসতার মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২৭৯ শিশু নিহত ও ৪০২ শিশু আহত হয়েছে। নিহত শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে। বিপর্যস্ত ইয়েমেনে নেমে এসেছে মানবিক বিপর্যয়। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের ডেপুটি মুখপাত্র ফারহান হক এ পরিসংখ্যান জানিয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, সহিংসতা শুরুর পর গত ১০ সপ্তাহে ইয়েমেনে যতো শিশু প্রাণ হারিয়েছে, তা গত বছরে প্রাণ হারানো শিশুদের সংখ্যার ৪ গুণ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। গত বছর ইয়েমেনজুড়ে সহিংসতায় ৭৪ শিশু নিহত ও ২৪৪ শিশু আহত হয়েছিল। ফারহান হক বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইয়েমেনের চলমান পরিস্থিতির ব্যাপারে আন্তর্জাকি সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে সংক্ষিপ্ত একটি বিবরণী পড়ে শোনাবেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ওউলুদ শেখ আহমেদ। ২০১১ সাল থেকে ইয়েমেন রাজনৈতিক অচলাবস্থার আবর্তে জড়িয়ে আছে। গণবিক্ষোভের মুখে দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ পদত্যাগে বাধ্য হন। তারপর থেকে সহিংসতা অব্যাহত রয়েছে। সঙ্কট সমাধানে বহু আলোচনা হয়েছে। কিন্তু, রাজনৈতিক ক্ষমতায় যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, তা পূরণ করা এখনও সম্ভব হয়নি। হুতি বিদ্রোহীদের সৃষ্ট চাপের মুখে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদি দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ও হুতি বিদ্রোহী উভয়ই ইয়েমেনভিত্তিক আল-কায়েদার বিরুদ্ধে। বিষয়টি আরও জটিল হয় যখন হাদির অনুরোধের ভিত্তিতে সৌদি আরব হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে। গত আড়াই মাস ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী বিমান অভিযান পরিচালনা করছে।

No comments

Powered by Blogger.