আলেম ও এতিমদের সঙ্গে খালেদার ইফতার

প্রথম রোজার ইফতার এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর লেডিস ক্লাবে আলেম ও এতিমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইফতার মাহফিলে উপস্থিত হন খালেদা জিয়া। এরপর বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। অনেককে মাথায় হাত বুলিয়ে দেন আবার কাউকে জড়িয়ে ধরে আদর করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর দুই পাশে এতিম ও আলেমদের নিয়ে ইফতার করেন খালেদা জিয়া। ইফতারের আগে দেশবাসী ও মুসলিমদের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে তেজগাঁওয়ের রহমত আলেম ইসলামী মিশন, মদিনাতুন মুসলিম ইনস্টিটিউট এবং শান্তিনগর ও ফকিরেরপুল এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার তিন শতাধিক এতিম শিক্ষার্থী অংশ নেন। ওলামা-মাশায়েখদের মধ্যে নরসিংদীর জামেয়া কাশেমিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামালউদ্দিন জাফরী, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী, সহ-সভাপতি মাওলানা আবুল হাসনাত আমিনী, চট্টগ্রামের পটিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোজজাফর আহমেদ, শর্ষিনার ছোট হুজুর মাওলানা আরিফ বিল্লাহ ও কামরাঙ্গীরচর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান হামিদী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান,  ব্রি. জে. (অব.) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার,  সারওয়ারী রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার,   দেলাওয়ার হোসাইন সাঈদী ছেলে শামীম বিন সাঈদী প্রমুখ নেতারাও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক।

No comments

Powered by Blogger.