বারে গিয়ে চাইলেন মদ, পেলেন ডিটারজেন্ট; পরিণতি মর্মান্তিক

স্পেনে এক ব্যক্তি একটি বারে গিয়ে সাদা মদ অর্ডার করলেন। অর্ডার দেয়ার পর মদের পরিবর্তে ভুল করে আন্দ্রেস লোরেন্টের (৪৯) সামনে পরিবেশন করা হলো অমিশ্রিত, ঘন ডিটারজেন্ট। সাদা মদ ভেবে এক চুমুক পান করেই গলায় তীব্র জ্বালাপোড়া বোধ করলেন লোরেন্ট। ১৪ই জুন বিকালের দিকে তিনি র‌্যাকোনেট বারে গিয়েছিলেন। জ্বালাপোড়ার অনুভূতি থেকে মুক্তি পেতে পানি পান করলেন লোরেন্ট। এতে ভয়াবহ বিক্রিয়া শুরু হয়। অ্যাম্বুলেন্স ডাকা হলো। হাসপাতালে নেয়ার আগে বুকে চাপ দিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলেন চিকিৎকরা। কিন্তু, স্থানীয় হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ভুল করে যে তরল ডিটারজেন্ট লোরেন্টের সামনে পরিবেশন করা হয়, সেটি আসলে রাখা হয়েছিল ময়লা বোতল ও পাত্র ধোয়ার কাজের জন্য। মদের একটি খালি বোতলে সেটি রাখা হয়। বারের এক সদস্য ডিটারজেন্টের বোতলটি ভুল করে ফ্রিজে রেখে দিয়েছিলেন। হাসপাতালের পরিচালক জোসে অ্যান্টোনিও মার্টিন বললেন, এ ধরনের তরল খুব সামান্য পরিমাণ পান করলেও, তা প্রাণঘাতী হতে পারে। তিনি বললেন, এ ধরনের দ্রবণ পানের সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এটা খাদ্যনালী ও পাকস্থলীতে ছিদ্র সৃষ্টি করতে পারে এবং এমনকি পুড়িয়ে ফেলতে পারে।

No comments

Powered by Blogger.