টেস্টে পচা গম পায়নি খাদ্য মন্ত্রণালয়

দেশের বিভিন্ন খাদ্য গুদাম থেকে আসা ব্রাজিলের গমের নতুন টেস্ট রিপোর্টে পচা বা মানুষের খাবারের অনুপযোগী কোন গম পায়নি খাদ্য মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কাউসার আহাম্মদ স্বাক্ষরিত সংবাদপত্রে পাঠানো এক লিখিত বক্তব্যে এমনটাই দাবি করা হয়েছে। যদিও পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পচা গমের স্যাম্পল পাঠানো হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় ব্রাজিল থেকে আমদানিকৃত গমের বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয়ের বক্তব্য শিরোনামে এ নোটে বলা হয়েছে, পিপিআর- ২০০৮ অনুযায়ি আর্ন্তজাতিক উৎস থেকে গম কেনার জন্য উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে দরপত্র আহবান করা হয়। কোন দেশের সঙ্গে সরাসরি চুক্তি করে গম আমদানি করা হয়নি। সরকারি বিধান অনুযায়ি ইসরাইল ছাড়া যে কোন দেশ থেকে দরদাতা কর্তৃক এই গম সরবরাহ করার সুযোগ রয়েছে। গম বন্দরে পৌঁছার পর চুক্তির শর্ত মোতাবেক ল্যাবরেটরিতে টেস্ট করে গ্রহণযোগ্য মাত্রার মধ্যে থাকলে গম নেয়া হয়। টেস্ট রিপোর্ট অনুযায়ি আসা ব্রাজিলীয় গম নির্দেশ মোতাবেক গ্রহণযোগ্য মাত্রার মধ্যে থাকায় তা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় গম নিয়ে বিরূপ সংবাদ প্রকাশিত হওয়ার পর সারা দেশ থেকে জেলা প্রশাসকদের মাধ্যমে সিলগালাবস্থায় গমের নমুনা সংগ্রহ করা হয়। এরপর ল্যাবরেটরিতে পুনরায় টেস্ট করানো হয়। ব্রাজিল থেকে আগত ওই গম চুক্তিতে বর্ণিত বিনির্দেশ মোতাবেক পাওয়া গেছে।

No comments

Powered by Blogger.