তুরস্কে প্রথম হিজাবী নারী এমপিদের শপথ

তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো হিজাব পরেই সংসদ সদস্যের শপথ বাক্য পড়েছেন ২১জন নারী সংসদ সদস্য। মঙ্গলবার ততোধিক চমক নিয়ে সরকার ছাড়াই শপথ নিয়েছে নতুন এই সংসদ। এদিন আনুষ্ঠানিকভাবে ২৫তম অধিবেশন বসিয়ে অস্থায়ী স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি এরদোগানের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। অধিবেশনের ক্রমানুসারে প্রথম হিজাবধারী নারী হিসাবে সংসদ সদস্যের শপথ পড়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন একে পার্টির আঙ্কারা প্রতিনিধি লুৎফিয়া সেলভা। শপথ নেয়া ২১জন হিজাবধারী নারী সদস্যের ১৮জনই একে পার্টির মনোনয়নে জয়ী প্রার্থী, বাকি তিনজন চমক দেখানো নতুন কুর্দিশ দলের প্রতিনিধি। আধুনিক তুরস্কের ইতিহাসে ১৯৯৯ সালে সংসদে হিজাব পরে প্রবেশের দায়ে শপথ না পড়িয়ে বের করে দেয়া হয়েছিলো মেরভে কাভাকচি নামের এক নারী এমপিকে। ঘটনার ঠিক ১৬ বছর পরে তারই ছোট বোন রেউজা কাভাকচি বড় বোনের ব্যবহৃত পুরাতন হিজাব মাথায় শপথ বাক্য পাঠ করেছেন সংসদে। একে পার্টি ইস্তানবুল প্রতিনিধি হিসাবে নির্বাচিত এই নারী সংসদ সদস্যের শপথ গ্রহণও আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে।
১৯২০ আতাতুর্কের পোশাক আইন প্রবর্তনের মাধ্যমে তুরস্কে রাষ্ট্রীয় কাজ ও আনুষ্ঠানিকতা থেকে হিজাব নিষিদ্ধ করা হয়েছিলো। ২০১৩ সালের অক্টোবরে পাল্টা আইনে তা ফিরিয়ে আনে এরদোগানের একে পার্টি। সে বছরই প্রথম উমরাহ পরবর্তী অধিবেশনে হিজাব পরিহিত নারী সদস্য প্রবেশ করেন। তবে নির্বাচিত সদস্যের হিজাব পরেই শপথ গ্রহণ আধুনিক তুরস্কের ইতিহাসে এটাই প্রথম। এখনো সেনা, পুলিশ ও বিচার বিভাগে কর্মরত নারীদের হিজাব ব্যবহার নিষিদ্ধ তুরস্কে।

No comments

Powered by Blogger.