স্পন্সর পরিবর্তন করতে পারবেন বাংলাদেশী শ্রমিকরা

সৌদি আরবে অবস্থানকারী বাংলাদেশীদের জন্য সুখবর। তারা এখন পরিবর্তন করতে পারবেন স্পন্সর, কাজের ধরন ও আবাসন। তবে তার জন্য একটি শর্ত আছে। তা হলো- তাদের বয়স অবশ্যই ১৮ বছর বা তারও বেশি হতে হবে। ফলে সৌদি আরবে বসবাসকারী যেসব বাংলাদেশীর বয়স ১৮ বছরের নিচে তারা এ সুবিধা ভোগ করতে পারবেন না। ওদিকে দু’বছর ধরে বাংলাদেশী শ্রমিক নেয়া বন্ধ রাখার পর তা খুলে দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানির প্রক্রিয়া বিস্তারিত নির্ধারণে শিগগিরই ঢাকা সফরে আসছে সৌদি আরবের একটি দল। গতকাল এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট ও আরব নিউজ। এতে আরও বলা হয়, সৌদি প্রেস এজেন্সিতে শ্রমমন্ত্রী আদেল ফাকিহ’র দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশী শ্রমিকরা এখন থেকে স্পন্সর পরিবর্তন করতে পারবেন। প্রায় সাত বছর ধরে বাংলাদেশী শ্রমিক নেয়া নিয়ে এক রকম ছেদ পড়ার পর নতুন করে এ বছরই শুরু হচ্ছে ওই প্রক্রিয়া। এর মধ্যে গত দু’বছর বাংলাদেশী শ্রমিক নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে রোববার সৌদি আরবে বাংলাদশে দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ১লা ফেব্রুয়ারি থেকে নতুন করে বাংলাদেশী শ্রমিক নেয়া শুরু হয়েছে। এতে তিনি সৌদি আরবের শ্রমমন্ত্রীর উদ্ধৃতি দেন। শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ এফ আল-ফাহাইদ বলেন, বাংলাদেশী শ্রমিক নেয়ার বিষয়টি রোববার (১লা ফেব্রুয়ারি) অনুমোদন দিয়েছে রয়েল কোর্ট। সৌদি আরবে নতুন বাদশাহ ক্ষমতাসীন হওয়ার পর এটা বড় ধরনের একটি অগ্রগতি। আল ফাহাইদ বলেন, বাংলাদেশ দক্ষ শ্রমিক পাঠাবে এবং তারা সৌদি আরবের আইনশৃঙ্খলা  কঠোরভাবে অনুসরণ করবেন বাংলাদেশ সরকার এমন নিশ্চয়তা দেয়ার পর এ বিষয়ে ওই ডিক্রি জারি করা হয়েছে। এরই প্রেক্ষিতে সৌদি আরবের শ্রম বিষয়ক উপমন্ত্রী বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে যে, সৌদি আরবের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফর করতে পারে। সেখানে গিয়ে তারা শ্রমিক নিয়োগের বিস্তারিত জানবেন। গত ১৯শে  জানুয়ারি সৌদি আরব সফর করেন বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় দু’দেশের মধ্যে আলোচনা হয়। এর অল্প কয়েক দিন পরই সৌদি আরব বাংলাদেশের শ্রমিক নেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

No comments

Powered by Blogger.