আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ ফাহমি মুক্ত

মিশরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা করা ও সন্ত্রাসী কর্মকান্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বন্দি থাকা আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ ফাহমিকে মুক্তি দেয়া হয়েছে। ৪০০ দিনেরও বেশি সময় কারাদন্ড ভোগের পর আজ জামিনের ৩৩,০০০ ডলার পরিশোধ করে মুক্তি পেয়েছেন কানাডার নাগরিক ফাহমি। আদালতের রায়ে ওই জামিন ধার্য করা হয়েছিল। এক টুইট-বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ফাহমির ভাই। সম্প্রতি আদালতের সুবিধা পেতে তিনি মিশরের নাগরিকত্ব পরিত্যাগ করেন। মিশর ও কানাডার দ্বৈত-নাগরিক ছিলেন তিনি। তবে ফাহমির সহকর্মী আল-জাজিরার অপর সাংবাদিক বাহের মোহাম্মদ মুক্তি পাচ্ছেন কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ২ সপ্তাহ আগেই মুক্তি পেয়েছেন আল-জাজিরার সাংবাদিক পিটার গ্রেস্টে। মুক্তি দেয়ার পর নিজ দেশ অস্ট্রেলিয়ায় পাঠানো হয় তাকে। আন্তর্জাতিক সংবাদ-মাধ্যম আল-জাজিরার ৩ সাংবাদিককে বন্দি রাখায় জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানিয়ে আসছিল। এদিকে ফাহমির মুক্তির ব্যাপারে কানাডার শীর্ষস্থানীয় কূটনীতিকরা মিশরের সরকারি পর্যায়ের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা।

No comments

Powered by Blogger.