ডিস্কোয় মাতোয়ারা কক্সবাজার by রাসেল চৌধুরী

বৃষ্টি কিংবা হরতাল প্রভাব ফেলতে পারেনি থার্টিফার্স্ট নাইটে। রাতভর ড্যান্স, ফ্যাশন শো, ডিজে, নৃত্য ও ওপেন কনসার্টে জমজমাট হয়ে ওঠে পর্যটন শহর কক্সবাজার। রাতে সৈকত এবং বিভিন্ন হোটেলে বসে জমকালো অনুষ্ঠানের আসর। পৃথক অনুষ্ঠানে ইন্ডিয়ান আইডল খ্যাত অঙ্কিতা মিশ্র, রেমু ঘোষ, ব্যান্ড শিল্পী জেমস, আইয়ুব বাচ্চু ও মিলার গানে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়ে পর্যটক ও স্থানীয়রা। তারকামানের হোটেল ও রেস্টুরেন্টগুলো সাজানো হয় বর্ণিল সাজে। আয়োজন করা হয় সুস্বাদু খাবার, নানান পদের আইটেম, ফ্যামিলি নাইট ও গানবাজনা। সৈকতের ওশান প্যারাডাইসে রাত আটটার পর থেকেই শুরু হয় বছরের শেষ দিন উদযাপন। আমন্ত্রিত অতিথিদের জন্য রাখা হয় বিভিন্ন আইটেমের খাবার ও পানীয়। একই রকম আয়োজন করে  সৈকতের অভিজাত হোটেল  সী-গাল, কক্স টুডে, লংবীচ, সী-ওয়ার্ল্ড, সী-প্যালেসসহ একাধিক  হোটেল। এছাড়া, পর্যটন স্পট দরিয়া নগর, ইনানীর ইকো রিসোর্টসহ শহরের বাইরে বিভিন্ন স্থানে ভিন্ন আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়। থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে কক্সবাজারে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে। শহরের হোটেল-রেস্তরাঁ, রাস্তাঘাট ও বিপণি কেন্দ্রে দেখা দেয় প্রচণ্ড ভিড়। সৈকতে অবস্থান নেয় লক্ষাধিক পর্যটক। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দল, ক্লাব, সমিতি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান শহরের হোটেল-মোটেল ও গেস্ট হাউজ আগাম বুকিং নিয়ে আগে থেকেই কক্সবাজার এসে অবস্থান নেয়। এসব পর্যটকের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পর্যটন শহর কক্সবাজার। পর্যটকরা সমুদ্র সৈকত ছাড়াও সেন্ট মার্টিন, টেকনাফ, শাহপরীর দ্বীপ, ইনানী, হিমছড়ি, রামু, চকরিয়ার দুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালী, সোনাদিয়াসহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়িয়েছে। এদিকে পর্যটকদের মাতিয়ে রাখতে সমুদ্র সৈকতে ওপেন কনসার্ট ও অর্ধশত হোটেলে ড্যান্স গ্রুপ, ফ্যাশন শো, ডিজে নৃত্য, গান, ব্যান্ডসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈকত ও আশেপাশের এলাকা আলোকসজ্জায় আলোকিত করার পাশাপাশি আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ওপেন কনসার্টের আয়োজন করে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এসএটিভি। কক্সবাজারের কলাতলীর হোটেল লংবীচ কর্তৃপক্ষ আয়োজন করে লাইভ কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন অঙ্কিতা মিশ্র ও রেমু ঘোষ। হোটেল সীগালে  ফিডব্যাক ও ব্ল্যাকের ব্যান্ডশো, হোটেল ওশ্যান প্যারাডাইসেও ডিজে, সৈকতে ২টি ওপেন কনসার্ট হয়। এতে প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, জেমস, মিলাসহ দেশী-বিদেশী খ্যাতনামা সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া, হোটেল সী-প্যালেস, কক্স-টুডেসহ ছোট-বড় অর্ধশতাধিক হোটেল-মোটেলের অভ্যন্তরে আয়োজন করা হয়েছে ড্যান্স গ্রুপ, ফ্যাশন শো, ডিজে নৃত্য, গান, ব্যান্ডসহ নানা অনুষ্ঠানমালা। এছাড়া, কলাতলী, হিমছড়ি, রেজু ব্রিজ, ইনানী, টেকনাফ ও সেন্ট মার্টিনের ইকো রিসোর্টগুলোতেও আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। এদিকে লক্ষাধিক পর্যটকের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরাবরের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া জেলা পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে স্বাভাবিকের চেয়েও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.