মঞ্চ মাতালেন ১০ বিদেশী পর্যটক

কুয়াকাটা প্রেস ক্লাবের উদ্যোগে থার্টিফার্স্ট নাইট উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে মুগ্ধ হয়ে মঞ্চে উঠে নাচলেন ১০ জন বিদেশী পর্যটক। নাচালেন দর্শকদের। চ্যানেল আইয়ের সেরা শিল্পী ও ক্লোজআপ ওয়ান’র শিল্পীদের গানসহ কমেডি ক্লাবের মনকাড়া কমেডির হাসির সাগরে ভাসিয়ে ২০১৪ সালকে বিদায় জানিয়ে ২০১৫ সালকে বরণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে কুয়াকাটার ঐতিহ্য আদিবাসী রাখাইনদের তৈরী ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করেন কুয়াকাটাবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মুশফিকুর রহমান, কলাপাড়া ইনচার্জ আজিজুর রহমানসহ প্রশাসনের অনেক কর্মকর্তা। এ ব্যাপারে কুয়াকাটা থার্টিফার্স্ট নাইট উদযাপন কমিটির আহ্বায়ক রুমান ইমতিয়াজ তুষার বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বব্যাপী ব্যাপক আয়োজনের পাশাপাশি আমরা কুয়াকাটাবাসী পর্যটকদের নিয়ে রাতব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৫ সালকে বরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে আমাদের বিশেষ আকর্ষণ ছিল বিদেশী পর্যটকরা। কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট বলেন থার্টিফার্স্ট নাইটের কনসার্টে দেশী-বিদেশী পর্যটকরা উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া ও হরতালকে উপেক্ষা করে শ’ শ’ পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে ভিড় করেছে। কনসার্ট চলাকালে ১০ বিদেশী পর্যটক আনন্দে আত্মহারা হয়ে মঞ্চে উঠে এসে নৃত্য ও গানে দর্শকদের মাতিয়ে তোলেন। রাত ১২টা বাজার ১০ সেকেন্ড থেকে উচ্চ স্বরে সেকেন্ড গুনে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলে বরণ করে নেন ২০১৫ সালকে।

No comments

Powered by Blogger.