'নাশকতার আশঙ্কা থাকলে অনুমতি পাবে না বিএনপি'

(আজ হজ ও ওমরা মেলা উদ্বোধনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির ৫ জানুয়ারির সমাবেশের বিষয়টি খতিয়ে দেখছে। নাশকতার আশঙ্কা থাকলে, সমাবেশের অনুমতি দেয়া হবে না) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে ৫ জানুয়ারির সমাবেশের অনুমতি দেয়া হবে না। আজ শুক্রবার হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব আয়োজিত হজ ও ওমরা মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'মাত্র তো ২ তারিখ। এখনো সময় আছে। বিএনপির সমাবেশের অনুমতি বিষয়ে সময় মতো জানা যাবে।'
তিনি বলেন, 'নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন।' এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'হাজীরা যেন দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পেতে পারেন সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে।'
তিনি বলেন, 'বিচ্ছিন্নভাবে হজে পাঠানোর ব্যাপারে দালাল- প্রতারকদের কথা শুনি। তবে কেউ সুনির্দিষ্টভাবে তথ্য দিলে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।' হাব সভাপতি ইব্রাহিম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বি এইচ হারুন এমপি, চৌধুরী বাবুল হাসান প্রমুখ। উল্লেখ্য, ৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও ২০ দলীয় জোট। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিল শাপলা চত্বর এবং নয়াপল্টন দলীয় কার্যালয় সংলগ্ন সড়কের যে কোনো স্থানে সমাবেশের অনুমতি চেয়েছে দলটি। তবে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের অনুমতি দেয়নি।

No comments

Powered by Blogger.