হাতছাড়া হিটলার ঘনিষ্ঠ

উচ্চতায় প্রায় ছ'ফুট চার ইঞ্চি, ওজন ১১৪ কিলোগ্রাম৷ এক কথায় দানব বলা যায় অনায়াসেরই৷ স্বভাবও তেমনই৷ বাঁ দিকের গালে রুপালি পর্দার ভিলেনদের মতো লম্বা কাটা দাগ৷ এমন মার্কা মারা চেহারা নিয়ে বেশিক্ষণ গা ঢাকা দেওয়া একেবারেই অসম্ভব৷ তবু, কী ভাবে যেন সবার চোখ এড়িয়ে প্রায় ৩০ বছর ধরা না পড়েই কাটিয়ে দিতে পেরেছিলেন অটো স্কর্জেনি৷ নাৎসি নায়ক হিটলারের সবচেয়ে বিশ্বস্ত খুনেদের মধ্যে অন্যতম স্কর্জেনির ওপরে বিভিন্ন সময় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছিল৷ এর মধ্যে অন্যতম ইতালির স্বৈরাচারী বেনিতো মুসোলিনিকে বন্দিদশা থেকে ছাড়িয়ে আনা৷ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিটে যাওয়ার পর বেমালুম হাওয়ায় মিশে গিয়েছিলেন এক সময়ে 'ইউরোপের সবচেয়ে বিপজ্জনক মানুষ' বলে পরিচিত স্কর্জেনি৷ জানা যাচ্ছে, আয়ারল্যান্ডে ১৬০ একর জায়গা নিয়ে তৈরি একটি খামার কিনে ১৯৭৫-এ জীবনের শেষ দিন পর্যন্ত দিব্যি মনের আনন্দে স্বাধীন ভাবেই কাটিয়ে দিতে পেরেছিলেন হিটলারের বাহিনীতে কর্নেল পদ পাওয়া অস্ট্রিয়ার এই অফিসার৷ কেউ তাকে খোঁজার চেষ্টাও করেনি৷ - সংবাদসংস্থা

No comments

Powered by Blogger.