ছুটির দিনে বাণিজ্য মেলায় উপস্থিতি বেড়েছে দর্শনার্থীদের by হামিদ বিশ্বাস

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার গতকাল ছিল ২য় ও প্রথম ছুটির দিন। সকাল থেকেই মেলায় লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। এবারের মেলায় বিদেশী পণ্যের চেয়ে দেশীয় পণ্যের প্রদর্শনই বেশি। ক্রেতা-দর্শনার্থীও বেশি ভিড় করছে দেশীয় পণ্যের প্যাভিলিয়ন ও স্টলগুলোতে। এর মধ্যে ওয়ালটন, রানার, মাইওয়ান, যমুনা, আরএফএলসহ আরও অনেক প্রতিষ্ঠান মেলায় তাদের নিজেস্ব পণ্য প্রদর্শন করছে। গতকাল মেলা ঘুরে দেখা গেছে, এখনও বেশকিছু প্যাভিলিয়ন ও স্টলের নির্মাণকাজ শেষ হয়নি। অনেক স্টলে মালামালও উঠানো হয়নি। মেলার সার্বিক পরিবেশ অনেকাটাই অগোছালো। যেখানে-সেখানে ময়লা-আর্বজনা, বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী পড়ে আছে। বিদেশী প্যাভিলিয়নগুলোর মধ্যে বেশির ভাগের নির্মাণকাজ অসম্পন্ন। অনেকটিতে মালামাল উঠানো হয়নি। তারপরও ছুটির দিন হওয়ায় মেলায় বিক্রেতাদের হাঁকডাক ছিল উল্লেখ করার মতো। অনেক কোম্পানি পণ্য দেদারছে বিক্রি করছে। বিক্রেতারা বলছেন, সবেমাত্র শুরু। মেলার যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হতে আরও দুই একদিন লাগবে। মেলা চলাকালীন ছুটির দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ভাল থাকে। সে অর্থে গতকাল মাসব্যাপী মেলার প্রথম শুক্রবার। এদিন ক্রেতাদের উপস্থিতি বাড়ে। বিক্রিও হয় আশানুরূপ। ব্যবসায়ীদের অনেকেই বলেছেন, গত বছর মেলাতে ক্ষতি হয়েছিল। এবার সে ক্ষতি পোষাতে আগে-ভাগেই প্রস্তুতি নেয়া হয়েছে। দেশীয় ইলেক্ট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন মেলাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মেলা উপলক্ষে ওয়ালটন নিয়ে এসেছে নতুন ৩০ মডেলের পণ্য। সেইসঙ্গে দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় প্যাভিলিয়ন এবং উচ্চমান সম্পন্ন পণ্য দিয়ে দর্শক ক্রেতাদের মন জয় করার উদ্যোগ নিয়েছে তারা। যমুনা ইলেক্ট্রনিক্স মেলায় ফ্রিজ, টিভি, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পণ্য প্রর্দশন করছে। মাইওয়ান প্যাভিলিয়নেও ইলেক্ট্রনিক্সেও সব ধরনের পণ্য প্রর্দশন ও বিক্রি করা হচ্ছে। ওয়ালটন কর্তৃপক্ষ জানান, টেলিভিশন, ফ্রিজ, এয়ারকুলার, মোটরসাইকেল, মোবাইল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যের নতুন অন্তত ৩০টি মডেল থাকছে তাদের প্যাভিলিয়ন ও স্টলে। পাশাপাশি প্রত্যেক পণ্যে দেয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার মানবজমিনকে জানান, মেলায় ২৫৪ ও ৩১৭ লিটারের নতুন মডেলের ফ্রিজ এনেছেন তারা। এছাড়া বাজারে ছাড়ার অপেক্ষায় আছে এমন মডেলের সংখ্যা ১১। তিনি বলেন, মেলায় সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ছাড়া দেয়া হয়েছে ফ্রিজে। মেলায় এসেছে ওয়ালটনের নতুন মডেলের টিভি। এরমধ্যে ৩২ ইঞ্চি ইন্টারনেট সার্ফিং টিভি, ১৯ ও ২৪ ইঞ্চি কালার লাইন এলইডি, ৫৫ ও ৬৫ ইঞ্চি কার্ভ ওএলইডি (অর্গানিক লাইট ইমিটিং ডায়াড) টিভি এবং ৬৫ ইঞ্চি এএইচডি (আল্ট্রা হাই ডেফিনেশন) থ্রিডি স্মার্ট টিভি অন্যতম। নতুন মডেলের এসব টিভি ক্রেতাকে আকর্ষণের শীর্ষে থাকবে বলে তার প্রত্যাশা। জানা গেছে, এরই মধ্যে ওয়ালটন বাজারে এনেছে ৩৪টি বিভিন্ন ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। মেলায় যোগ হচ্ছে  নতুন ‘এয়ার ফ্লাইয়ার’ প্রযুক্তির  কুকার। এই কুকারে রান্না করতে আলাদাভাবে তেলের প্রয়োজন হয় না। মেলায় আকর্ষণীয় মূল্য ছাড় পাওয়া যাচ্ছে ব্লেন্ডার, হেয়ার স্ট্রেটনার, রাইস কুকারসহ নিত্য প্রয়োহজনীয় গৃহস্থালি পণ্যে। ওয়ালটন প্যাভিলিয়নের ম্যানেজার আকরামুজ্জামান অপু জানান, এবার ওয়ালটন জোর দিয়েছে প্যাভিলিয়নের সৌন্দর্যের বিষয়টিতে। আগে দর্শনধারী, পরে গুণবিচারী। দর্শক-ক্রেতারা প্যাভিলিয়ন দেখে ভেতরে না এসে থাকতে পারবেন না। আর ভেতরে এসে দেখবেন উচ্চমানসম্পন্ন সব প্রযুক্তি পণ্য। ক্রেতা জাহিদুল ইসলাম সাজিদ জানান, প্রথম ছুটিতে এসেছি ঘুরতে। অনেক কাজ বাকি। কিছুদিন পর মেলা জমে উঠবে। তখন দেখে-শুনে কিনবো। তাছাড়া মেলার মাঝামাঝি ও শেষদিকে অনেক অফার পাওয়া যায় বলে জানায় স্কুল শিক্ষার্থী এ ক্রেতা।

No comments

Powered by Blogger.