রাজধানীতে ম্যানহোলের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন দিল মুহাম্মদ দিলা মিয়া (৫৫) ও নুরু মিয়া হাওলাদার (৫২)। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পঠিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকাল ৪টায় মানিকনগর মডেল স্কুল সংলগ্ন সড়কের ম্যানহোলে কাজ করতে যান নুরু মিয়া, দিলা মিয়া ও নুরু। ম্যানহোলে নামার কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে তিন জনই অসুস্থ হয়ে যান। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে বাবুল নামে একজন ম্যানহোলে নেমে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি উপরে উঠে এসে আশপাশের লোকদের সাহায্য চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে যায়। এ সময় র‌্যাব-পুলিশ নজরুল ও সুন্দর মিয়াসহ কয়েকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরু মিয়া ও দিলা মিয়াকে মৃত ঘোষণা করেন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মানিকনগর এলাকার সুয়্যারেজ লাইন পরিষ্কার করার সময় নুরু ও দিলা নামের দুই শ্রমিক ভিতরে আটকা পড়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে নুরুকে মৃত ঘোষণা করেন এবং তার কিছুক্ষণ পরেই দিলাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে নিহত নুরু মিয়ার পুত্র রিপন মিয়া জানান, তার পিতা ও সঙ্গী দিলা মিয়া দিনমজুরের কাজ করেন। শুক্রবার পয়নিষ্কাশনের কাজ করার জন্য ম্যানহোলে নামেন তারা। তখনই এ ঘটনা ঘটে। তবে তারা যার  কাজ করছিলেন ওই ব্যক্তির নাম জানাতে পারেননি রিপন। নিহত নুরু মিয়ার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার দৌলতপুর গ্রামে। তার পিতার নাম মৃত বিছা হাওলাদার। তার স্ত্রী ও দুই পুত্র এবং দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী, সন্তান নিয়ে তিনি রাজধানীর মানিকনগর মডেল স্কুল সংলগ্ন হাজী নাজিম উদ্দিনের লেনের একটি বস্তিতে থাকতেন। একই এলাকার বাসিন্দা নিহত দিল মুহাম্মদ দিলা মিয়ার পিতার নাম কুল্লু মিয়া। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

No comments

Powered by Blogger.