নতুন বছরে নতুন প্রভা

নতুন বছরে ভিন্ন আঙ্গিকেই পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় বিজ্ঞাপন ও টিভি নাটকে দাপটের সঙ্গে অভিনয় করলেও এখন কেবল নাটকেই তাকে ব্যস্ত থাকতে দেখা যায়। গেল বছর গুটিকয়েক খণ্ড নাটকে অভিনয় করেছেন প্রভা। পাশাপাশি কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। তবে এ বছর ভিন্নভাবেই এগিয়ে যাবেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, গত বছরের সবকিছু ভুলে এবার একটু ভিন্নভাবে আসতে চাই। গেল বছর বেশি একটা কাজ করতে পারিনি। এবার কাজের গতি কিছুটা বাড়াবো বলে ঠিক করেছি। খণ্ড, টেলিফিল্ম ও ধারাবাহিক সব ধরনের কাজ নিয়মিত করবো। আর এমন প্রত্যাশাকে সামনে রেখেই সমপ্রতি একটি খণ্ড নাটকের শুটিং শেষ করে কক্সবাজার থেকে ফিরেছেন প্রভা। সকাল আহমেদের পরিচালনায় এ নাটকের নাম ‘আনলিমিটেড অফার’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিলয়। নাটকটি প্রসঙ্গে প্রভা বলেন, গল্পটি খুবই সুন্দর। পুরো নাটকের দৃশ্যায়ন হয়েছে কক্সবাজারে। কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি নাটকটি দর্শকের কাছে ভাল লাগবে। এছাড়া  শুটিং শেষ হওয়া অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘দহন’-এ অভিনয় করেছেন প্রভা। এর গল্পে দেখা যাবে, গ্রামের গরিব ঘরের সহজ সরল প্রকৃতির মেয়ে তিনি। খুব কষ্ট করে সংসার চলে। যতদিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে। টানাটানির সংসারে দু’বেলা দু’মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যায়। এমনই অবস্থায় একটি কোচিং সেন্টারে চাকরি পেয়ে যান। সেখানেই তার জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প শুরু হয়। এ নাটকে  অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে। আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে। এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস। নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন প্রভা। এছাড়া তার অভিনীত ‘শূন্য থেকে শুরু’ নামে আরও একটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি প্রচার চলতি নাটকগুলোর শুটিং কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ‘হল্লাবাজি’, ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’, ‘হাটখোলা’ নাটকগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রভা। এসব নাটক প্রসঙ্গে তিনি বলেন, প্রচার চলতি নাটকগুলোর প্রতিটিরই গল্প খুব ভাল। এরই মধ্যে এগুলো দর্শক প্রশংসাও পেয়েছে। আশা করি সবাই নাটকগুলো শেষ পর্ব পর্যন্ত দেখবেন। এদিকে প্রভা চলচ্চিত্রে আসছেন বলে শোনা গেছে। যে ছবিতে তার অভিনয়ের কথা, গত ৩১শে ডিসেম্বর সেটির মহরত হওয়ার কথাও ছিল। কিন্তু অজ্ঞাত কারণে ওই নির্মাতা আর প্রভার সঙ্গে যোগাযোগই করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে চিত্রনাট্য পাঠানোর কথা। সেটা করেননি। শুধু তাই নয়, আমার সঙ্গে এ নিয়ে আর যোগাযোগই হয়নি ওই নির্মাতার। ঠিক কি কারণে এমন করলেন বুঝে উঠতে পারছি না। তবে ভাল চিত্রনাট্য পেলে এ বছরই কোন চলচ্চিত্রে আসছি এতটুকু নিশ্চিত। কারণ, চলচ্চিত্রে অভিনয় করার জন্য আমি নিজেও এখন প্রস্তুত।

No comments

Powered by Blogger.