সিলিন্ডার বিস্ফোরণে কব্জি উড়ে গেল যুবকের

পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক যুবকের বাম হাতের কব্জি উড়ে গেছে। তার নাম ফরিদুজ্জামান (৩৫)। এ সময় আবদুর রশিদ নামে আরও একজন আহত হয়েছেন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত আবদুর রশিদ হাসপাতালে জানান, তিনি ও ফরিদ একটি অনুষ্ঠানের জন্য ৫০০ বেলুনে গ্যাস ভরার কাজ পান। এ কাজ করার জন্য ঠিকাদার সিরাজুল ইসলাম গতকাল সকালে তাদের শ্যামবাজারে বুড়িগঙ্গার মসজিদ ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে যান। সকাল সোয়া ৯টা পর্যন্ত তারা প্রায় ৩০০ বেলুনে গ্যাস ভরে ফেলেন। এ সময় ছোট দু’টি সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। তখন তারা নিজস্ব পদ্ধতিতে গ্যাস তৈরির জন্য অ্যালমুনিয়ামের গুঁড়া ও অন্যান্য রাসায়নিক উপাদান সিলিন্ডারের ভিতর ঢোকান। সিলিন্ডারটির মুখ বন্ধ করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এতে ফরিদের বাম হাতের কব্জি  উড়ে যায়। বাম পায়েও জখম হয়। এ ঘটনায় আব্দুর রশিদ সামান্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ফরিদকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান রশিদ। জানা গেছে, ফরিদুজ্জামান মোহাম্মদপুরের বিজলি মহল্লায় থাকেন। তার গ্রামের বাড়ি নওগাঁর রানীনগরের মধ্য রাজাপুরে। তিনি শ্রমিক হিসেবে কাজ করেন। এদিকে ঘটনার পর থেকে ঠিকাদার সিরাজুল ইসলামের খোঁজ মিলছে না। তার স্ত্রী জোসনা বেগম জানান, বিস্ফোরণে তার স্বামীও আহত হয়েছেন কিনা তা জানতে পারেননি। স্বামীর সন্ধানে ঢামেক হাসপাতালেও গিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.