দ্বিতীয় মেয়াদে দিলমার শপথ

দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া দিলমা রুসেফ গতকাল শপথ নিয়েছেন। রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পরবর্তীতে প্লানাল্টো প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরে উপস্থিত হাজারো সমর্থকের উদ্দেশ্যে  বক্তব্য দেন রুসেফ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর প্রথম বক্তব্যে তিনি সামাজিক কল্যাণমূলক কার্যক্রম  সম্প্রসারণ করার প্রতিশ্রুতি দেন। রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান পেত্রোবাস সংশ্লিষ্ট আলোচিত দুর্নীতি স্ক্যান্ডাল তদন্তেরও প্রতিশ্রুতি দেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি। অক্টোবরে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ন্যূনতম ব্যবধানে জয়ী হন দিলমা রুসেফ। এখন তার সামনে দেশের রুগ্‌ণ ও ‘মৃতপ্রায়’ অর্থনীতিকে চাঙ্গা করার কঠিন চ্যালেঞ্জ। বক্তব্যে দিলমা রুসেফ বলেন, তার দ্বিতীয় দফা প্রেসিডেন্সির মূলমন্ত্র হবে ‘ব্রাজিল, একটি শিক্ষার দেশ’। অর্থনীতির চাকা আবারও বেগবান করবেন সে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গতকালের আড়ম্বরপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩০ টিরও বেশি রাষ্ট্রের প্রতিনিধিরা। একই সঙ্গে গতকাল শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের। ২০১১ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রুসেফ। কিন্তু, অর্থনীতিতে সে অর্থে কোন উল্লেখযোগ্য অগ্রগতি বা পরিবর্তন আনতে পারেননি। ২০১৪ সালে ব্রাজিলে যে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছিল, তার জন্যও কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল রুসেফকে। এছাড়া পেট্রোব্রাস দুর্নীতি  নিয়ে এমনিতেই নানা বিপত্তিতে রয়েছেন দিলমা রুসেফ। সরকারি দল ওয়ার্কার্স পার্টি ও জোটভুক্ত দলগুলোর ঘুষ-দুর্নীতির নানামুখী চ্যালেঞ্জও রয়েছে তার সামনে।

No comments

Powered by Blogger.