ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি তরুণী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে কটূক্তি করে ফেসবুকে বিভিন্ন মন্তব্য ও ছবি আপলোড করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ছাত্রীর নাম ফিদরাতুল মুনতাহা সানজিদা। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী। এছাড়া তিনি ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের একটি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা। ওই হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সাঈদ ইবনে মাসুদ নামে বাংলাদেশ টেলিভিশনের একজন চিত্রগ্রাহক ওই ছাত্রী ও তার আত্মীয় গোফরান মিয়াকে আসামি তরে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন গত বুধবার। মামলায় অভিযোগ করা হয় তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে কটূক্তি করা হচ্ছে। এতে সানজিদা ও গোফরান জড়িত বলে তিনি অভিযোগ করেন। ওসি বলেন, মামলা দায়েরের পর প্রাথমিকভাবে তদন্ত করে সানজিদাকে আটক করা হয়েছে। এ বিষয়ে তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ফেসবুকের ওই আইডি সম্পর্কে আরও তদন্ত করা হবে। এ ঘটনায় আটক সানজিদা দাবি করে বলেছেন, তিনি এই আইডি সম্পর্কে কিছুই জানেন না। মিথ্যা অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে ওই মামলার বাদী সাঈদ ইবনে মাসুদ বলেন, ফেসবুকে তার নামে ভুয়া আইডি দেখে বিটিআরসিসহ সংশ্লিষ্টরা এ বিষয়ে খোঁজখবর নেন। এতে তার ধারণা হয়েছে গোফরান মিয়া তার বোনের মেয়ে সানজিদাকে দিয়ে এটি করাচ্ছেন। তিনি জানান, গোফরান মিয়া ছিলেন তার ব্যবসায়িক অংশীদার। পরবর্তীতে নানা কারণে এক সঙ্গে ব্যবসা করা হয়নি তাদের। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার আগে সানজিদাকে দিয়ে গোফরান তার বিরুদ্ধে অপহরণ মামলা করেছিলেন বলে জানান সাঈদ ইবনে মাসুদ। কিন্তু আদালতে তা প্রমাণিত হয়নি। ব্যবসায়িক বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে এই আইডি খুলে তাকে বিপদে ফেলার জন্যই প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

No comments

Powered by Blogger.