বিধ্বস্ত হওয়ার আগে বাজানো হয়েছিল সতর্কসংকেত

জাভা সাগরে বিধ্বস্ত হওয়ার আগে দীর্ঘসময় বিকট শব্দে বাজানো হয়েছিল সতর্কসংকেত। তার তীব্রতা এত বেশি ছিল যে, পাইলটের কণ্ঠও এ কারণে স্পষ্ট ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট তা স্থিতিশীল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয় নি। তা বিধ্বস্ত হয়েছে। ফলে এয়ার এশিয়ার ফ্লাইট ৮৫০৭-এর ১৬২ আরোহীর সবাই নিহত হন। এমনকি তাদের সবার মৃতদেহও পাওয়া যায় নি। সমুদ্রতল থেকে উদ্ধার করা বিমানটির ধ্বংসাবশেষে পাওয়া ব্ল্যাকবক্স পরীক্ষা-নিরীক্ষা করে এসব কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, একটি-দুটি নয়, ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অনেকগুলো এলার্ম উচ্চস্বরে বাজানো হয়। গতকাল তদন্তকারীরা এসব তথ্য দিয়েছেন। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির তদন্তকারীরা বলেছেন, যখন বিমানটি সাগরে বিধ্বস্ত হয় তখনও ওই সতর্কসংকেত বাজছিল। এরপর ইন্দোনেশিয়ার পরিবহনবিষয়ক মন্ত্রী ইঙ্গাসিয়াস জোনান বলেছেন, বিমানটি দুর্ঘটনায় পড়ার প্রথমে কিছুটা অস্বাভাবিক আচরণ করেছিল। তারপর তা বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে গত ২৮শে ডিসেম্বর। তবে বিধ্বস্ত হওয়ার শেষদিকে বিমানটির গতি ছিল স্বাভাবিক। ফলে এ বিমানটি সন্ত্রাসের শিকার হয়েছে- এমনটা বলার আর সুযোগ রইলো না।

No comments

Powered by Blogger.