‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ধৈর্যের সঙ্গে মোকাবিলার আহ্বান জামায়াতের

‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে গণ-অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার অবরোধ কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে হত্যা, সন্ত্রাস, গণগ্রেপ্তার চালিয়ে আন্দোলন দমনের ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। আন্দোলন দমন করতে গিয়ে তারা জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। সরকারের সব অনৈতিক অসাংবিধানিক এবং বেআইনি কর্মকাণ্ড যাতে সংবাদপত্র এবং মিডিয়ায় প্রকাশ হতে না পারে সেজন্য সংবাদপত্র ও মিডিয়ার ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং খবরদারি শুরু করেছে। সরকার মানুষের বাক-স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা হরণ করার পর এখন সংবাদপত্র ও মিডিয়ার যতটুকু সংবাদ প্রকাশিত হচ্ছে তাও বন্ধ করার চক্রান্ত করেছে। তিনি সরকারের সন্ত্রাসী তাণ্ডব এবং সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা হরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অবরোধ চলাকালে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, গাজীপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, ময়মনসিংহ, চাঁপাই নবাবগঞ্জ, নড়াইল, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০ দলীয় জোটের আড়াই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এভাবে গণগ্রেপ্তার অভিযান চালিয়ে দেশের সাড়ে ১৬ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলন দমন করতে পারবে না।

No comments

Powered by Blogger.