আইনি কাঠামোতেই ৫ই জানুয়ারির নির্বাচন হয়েছে: স্পিকার

জাতীয় সংসদকে বিশ্বমানে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন সিপিএ’র চেয়ারপারসন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর প্রেসিডেন্ট সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তারা বলেছেন, ৫ই জানুয়ারি নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকতো না। আর এই দু’টি বিশ্ব সংস্থার প্রধান কেন, সাধারণ সদস্যপদও হারাতে হতো। গতকাল দুপুরে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তারা একথা বলেন। জাতীয় সংসদ ভবনের পার্লামেন্টের মেম্বারস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি উত্তম চক্রবর্তী। অনুষ্ঠানে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দনের স্মারক হিসেবে নবনির্বাচিত কমনওয়েল্‌থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ)  প্রেসিডেন্টকে ক্রেস্ট দেয়া হয় এবং উত্তরীয়  পরিয়ে দেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, বিপিজেএ’র সাবেক সভাপতি শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রেজানুল হক রাজা, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি আশিস্‌ সৈকত। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী পাল্টা প্রশ্ন করেন, দশম জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের গণতন্ত্র কোথায় যেতো? তিনি বলেন, আইনি কাঠামোর মধ্যেই ৫ই জানুয়ারির নির্বাচন হয়েছে। আমাদের গণ-প্রতিনিধিত্ব আদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান আছে। ফলে এ নিয়ে প্রশ্ন তোলার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। সিপিএ চেয়ারম্যান আরও বলেন, এই বিজয় দেশের ১৬ কোটি মানুষের এবং সংসদীয় গণতন্ত্রের বিজয়। অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী বলেন, আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের এই বিজয়ে আমাদের দায়িত্ব বহু গুণ বেড়েছে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের ১৮৫টি সংসদীয় গণতন্ত্রের দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধি এই দু’টি সংস্থার ৪৫ হাজার সংসদ সদস্যের নেতৃত্বে বাংলাদেশ। এখন জাতীয় সংসদকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে হবে। আর কাজটি করতে রাজনৈতিক দলের কমিটমেন্ট ও সহযোগিতা প্রয়োজন। কারণ, তারাই সংসদ সদস্য পদে প্রার্থী মনোনয়ন দিয়ে থাকেন। আইপিইউ’র প্রেসিডেন্ট হিসেবে সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোতে সংসদের সক্ষমতা বাড়ানোই তার মূল চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.