ইসরাইলে আগাম নির্বাচন ১৭ মার্চ

আগামী ১৭ মার্চ ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে ইসরাইলি সংসদ নেসেটের ২০তম নির্বাচন। বুধবার সংসদে এক বিতর্কের পর এই ঘোষণা দেয়া হয়। এদিন সংসদে সর্বসম্মতভাবে সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়। ইসরাইলকে ইহুদিবাদী রাষ্ট্র ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারের মধ্যে সৃষ্ট বিদ্রোহের জের ধরে এই সিদ্ধান্ত নেয়া হল। মন্ত্রিসভায় ক্ষমতাসীন লিকুদ পার্টির শরিকরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এর জের ধরে মঙ্গলবার অর্থমন্ত্রী ও বিচারমন্ত্রীকে বরখাস্ত করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরদিনই সংসদ নির্বাচনের ঘোষণা এল। মাত্র দুই বছরের মাথায় ইসরাইল আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার বা ৪ হাজার কোটি টাকা খরচ হবে। একে নেতানিয়াহুর অপচয় বলে সমালোচনা করছে বিরোধীরা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী বৈতরণী পার হতে নেতানিয়াহু খুব অল্প সময় প্রচারণার সুযোগ রাখবেন। সম্প্রতি গাজা আগ্রাসনে ইসরাইলি বাহিনীর পরাজয়ের পর নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নেমেছে। তবে শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির কারণে চতুর্থ দফায় তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক হারেৎজ।

No comments

Powered by Blogger.