সারদা কেলেঙ্কারিতে বাংলাদেশ যুক্ত নয় মমতাকে গ্রেপ্তার দাবি বামেদের

সারদা চিট ফান্ডের অর্থ কেলেঙ্কারিতে বাংলাদেশের কোন সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র নেই। এবার ভারতের কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে, সারদা তহবিলের অর্থ বাংলাদেশে যাওয়ার কোন যোগসূত্র পাওয়া যায় নি। পশ্চিমবঙ্গে বিজেপি, বামদলগুলো যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছে, এমনকি তার পদত্যাগ পর্যন্ত দাবি করেছে- তখনই গতকাল লোকসভায় জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়ে দিলেন, সারদা ফান্ডের কেলেঙ্কারির সঙ্গে বাংলাদেশের কোন সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র পাওয়া যায় নি।  গত রোববারও এ ইস্যুতে রাজ্য সরকারকে ঘায়েল করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান অমিত শাহ। তিনি অভিযোগ করেন, ২রা অক্টোবর বর্ধমান বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে এ তহবিলের অর্থ। ওই বিস্ফোরণে জড়িত বাংলাদেশের জামা’আতুল মুজাহিদীন। কিন্তু তার এমন বক্তব্যের তিন দিন পরই কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী লোকসভায় লিখিত বক্তব্যে যা বললেন তা তার বক্তব্যের সম্পূর্ণ বিরোধী। এ নিয়ে ভারতে তোলপাড় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বলছে, সারদা ইস্যুতে তাদেরকে অন্যায্যভাবে আক্রমণ করা হচ্ছে। দলের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আক্রমণাত্মক এমন মিথ্যা অভিযোগের জন্য ক্ষমা চাওয়া উচিত অমিত শাহের। অন্তত তার উচিত এটা স্বীকার করা যে, তিনি যা বলেছেন তাতে সত্যের লেশমাত্র নেই। জিতেন্দ্র সিংয়ের কাছে প্রশ্ন করা হয়েছিল- সারদা ফান্ডের অর্থ সন্ত্রাসী কর্মকা- বে্যবহারের জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তার প্রেক্ষিতে সরকার কি সবিস্তার তদন্তের নির্দেশ দিয়েছে কিনা। জবাবে মন্ত্রী গতকাল লোকসভায় বলেন, না। সরকার এমন কোন নির্দেশ দেয় নি। অভিযোগ আছে, সারদা চিট ফান্ডের প্রধান প্রভাবশালী লোকজনকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন যাতে তারা তার পক্ষে কথা বলেন। এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়টি তদন্তাধীন। তবে লিখিত জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে যে তদন্ত হয়েছে তাতে সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে যাওয়ার কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায় নি। সেখানে কোন সন্ত্রাসী কর্মকা- এে অর্থ ব্যবহৃত হওয়ারও কোন প্রমাণ তারা পান নি।

No comments

Powered by Blogger.