কড়া নিরাপত্তায় হরতাল চলছে গাজীপুরে

গাজীপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হালকা কিছু যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোন পরিবহন চলাচল করছে না। সড়কে রিকশা ছাড়া ভারি যানবাহন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গত রাতেই চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা তারা বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন। এদিকে জেলা বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সভাস্থল ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠ ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি গাজীপুর চান্দনা চৌরাস্তা কালিয়াকৈরের চন্দ্রা শ্রীপুরের মাওনাসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে শ্রীপুরের সিএন্ডবি এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া দিলে হরতালকারীরা কয়েকটি যানবাহন ভাংচুর করে। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত হরতালের বিপক্ষে কোন ধরণের মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি। এদিকে গতরাতে টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্র পুড়ে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১২ টার দিকে আগুন নিয়ন্তণে আনে। গত রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার ও শ্রমিক দলের গাজী জেলা সভাপতি সালাউদ্দিন সরকারের টুঙ্গির বাসায় তল্লাসী চালিয়েছে পুলিশ। এসময় তাদের আটক করতে না পারলেও তাদের বাসা থেকে খালেদা জিয়ার সমাবেশের বিপুল পরিমান ব্যানার পোষ্টার ও লিফলেট উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.