বেপরোয়া ক্যাবল চোর চক্র ৩১০০০ টেলিফোন বিকল by শামীমুল হক

রাজধানীতে বেপরোয়া বিটিসিএল-এর ক্যাবল চোর চক্র। অহরহ ঘটছে ভূগর্ভস্থ ক্যাবল চুরির ঘটনা। চলতি বছরে রাজধানীতে কমপক্ষে ৫০টি চুরির ঘটনা ঘটেছে। এতে ৩১০০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে বিটিসিএল কর্তৃপক্ষ পুলিশের আইজিপিকে লিখিতভাবে জানিয়েছে। এর অনুলিপি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিটিসিএল-এর একজন পরিচালক বলেন, বিশেষ করে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নকাজে রাস্তা খোঁড়াখুঁড়ির সুযোগ নেয় চোর চক্র। তারা সে সময় ভূগর্ভস্থ ক্যাবল চুরি করে নিয়ে যায়। আর এ চুরির কারণে চরম বিপাকে পড়তে হয় গ্রাহকদের। দিনের পর দিন টেলিফোন লাইন বিকল থাকে। চলতি বছর সর্বশেষ ৫ই নভেম্বর মোহাম্মদপুর এলাকার ১৫০০ জোড়ার ২৯৫ মিটার তার চুরি হয়। এতে ওই এলাকার ১২০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। চলতি বছর প্রথম ভূগর্ভস্থ প্রাইমারি ক্যাবল চুরি হয় ২৩শে জানুয়ারি। ওই দিন গুলশান এক্সচেঞ্জের আওতাধীন রোড নং ৮ ও ৯-এর সংযোগস্থলের ম্যানহোল থেকে ৮ ও ২-এর ম্যানহোল পর্যন্ত ২০০০ জোড়ার ৮০ মিটার ক্যাবল কেটে নিয়ে যায় চোর চক্র। এতে গুলশান, নিকেতন ও তেজগাঁও এলাকার ৩৫০০ টেলিফোন বিকল হয়ে যায়। এ ব্যাপারে বিটিসিএল-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। জিডি নং ৮৯৭, তারিখ ১২-০২-২০১৪। এর পরের মাসে ১৭ই ফেব্রুয়ারি কাওরান বাজার এলাকার ২০০ টেলিফোন বিকল হয়ে যায়। ৫ই মার্চ লালমাটিয়া, আসাদ এভিনিউ, ইকবাল রোড, স্যার সৈয়দ রোড এলাকায় ক্যাবল চুরি হয়। এতে ২৫০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ১৩ই মার্চ ঢাকা-ময়মনসিংহ সড়কে ম্যানহোল নং এসও-২৫ থেকে দক্ষিণ ম্যানহোল নং এসও-২৪ পর্যন্ত ১০০০ জোড়ার ২০০ মিটার ক্যাবল চুরি হয়ে যায়। এতে পল্লী বিদ্যুৎ ভবন অফিস ও খিলক্ষেত এলাকার ৫০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। বিটিসিএল থেকে বলা হয়, ১৯শে মার্চ উত্তরা এক্সচেঞ্জের সেক্টর-৬ রোড ৮-এর দাদা গার্মেন্টের কাছে ঈসা খাঁ এভিনিউ ম্যানহোল থেকে ২০০০ জোড়া ক্যাবল কে বা কারা কেটে নিয়ে যায়। এতে চানপাড়া, দেওয়ানপাড়া, চুয়ারীটেক ও ট্রান্সমিটার এলাকার ১২০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ১৫ই এপ্রিল হাতিরঝিল প্রকল্প এলাকায় ৯০০ জোড়া ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ বাড্ডা এলাকার ৫৫০টি টেলিফোন বিকল হয়ে পড়ে। ১৯শে এপ্রিল ক্যাবল চুরির ফলে বাংলামোটর, ইস্কাটন, দিলু রোড এলাকার ৩০০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ৩০শে এপ্রিল চৌমুহনী এলাকার ৩টি ভূগর্ভস্থ ক্যাবল চুরি হওয়ায় ১২০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ২১শে মে শেরেবাংলানগর এলাকার টেলিফোনের তার চুরি হওয়ায় ৪০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ১৩ই জুন যাত্রাবাড়ী এক্সচেঞ্জের আওতায় রায়েরবাগ ম্যানহোল নং ৩৭ ও ৩৮-এর ২০০ মিটার ক্যাবল চুরি হয়। এতে ৭১০টি টেলিফোন বিকল হয়ে পড়ে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় জিডি করা হয়। জিডি নং ৮৫৮। তারিখ ১৪-০৬-২০১৪। ২১শে জুলাই তেজগাঁও ও নিকেতন এলাকার ২০০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। বিটিসিএল সূত্র জানায়, গুলশান এক্সচেঞ্জের আওতাধীন তেজগাঁও লিংক রোড এলাকার ২টি ম্যানহোলের ২৩০০ জোড়া তার কেটে নেয়া হয়। ফলে এর আওতায় ২০০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ২৪শে আগস্ট গুলশান, তেজগাঁও ও নিকেতনের ৩৫০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ওই এলাকার ৫১০০ জোড়া ক্যাবল চুরি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। ১৬ই সেপ্টেম্বর মগবাজার ও সিদ্বেশ্বরীর ২৮০ টেলিফোন বিকল হয়ে পড়ে। ৬ই নভেম্বর ক্যাবল চুরির কারণে মোহাম্মদপুর এলাকার ১২০০ টেলিফোন বিকল হয়ে যায়। ৪ঠা ডিসেম্বর রাতে ২৯৫ মিটার ক্যাবল চুরি হয়। এতে তাজমহল রোড, শাহজাহান রোড, হুমায়ুন রোড, রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকার ১২০০ টেলিফোন বিকল হয়ে পড়ে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়। অব্যাহত ক্যাবল চুরি ঠেকাতে ৪ঠা মে বিটিসিএল থেকে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে একটি চিঠি দেয়া হয়। তাতে বলা হয়, কোটি কোটি টাকার ক্যাবল চুরি হওয়ার কারণে বিটিসিএল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুরির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত করে বিধি ও আইন মোতাবেক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

No comments

Powered by Blogger.